অতি শীঘ্রই শুরু হবে আইএসএল, প্রতিশ্রুতি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের

isl-crisis-football-club-meeting-with-sports-ministry-december-3

ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025 Season) নিয়ে গত বেশ কয়েক মাস ধরেই সরগরম ভারতীয় ফুটবল। গত সিজন পর্যন্ত স্বগৌরবে এফএসডিএল এই টুর্নামেন্ট আয়োজন করলেও এবারের এই নয়া সিজন নিয়ে দেখা দিয়েছে না না জটিলতা। যারফলে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি টুর্নামেন্ট আয়োজনের দিনক্ষণ। সেই নিয়ে যথেষ্ট হতাশ দেশের ক্রীড়াপ্রেমীরা। এমনকি গত কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে ক্ষোভ ও প্রকাশ করতে দেখা গিয়েছিল একের পর এক দেশি ও বিদেশী ফুটবলারদের। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সাহায্য চেয়ে বিশেষ চিঠি প্রদান করেছিল ইস্টবেঙ্গল সহ আরো একাধিক ফুটবল দল।

সঠিক সহযোগিতার আশ্বাস ও মিলেছিল তাঁদের তরফে। তারপরই গত ৩রা ডিসেম্বর অর্থাৎ বুধবার দেশের প্রথম ডিভিশন লিগের পাশাপাশি আইলিগের মতো টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে লাভ গুলির পাশাপাশি বিভিন্ন সংস্থার সাথে আলোচনায় বসে ছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি এখনও পর্যন্ত। তবে টুর্নামেন্ট যে আয়োজিত হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। দিনক্ষণ এখনও পর্যন্ত ধোঁয়াশা থাকলেও সুপ্রিম কোর্টের শুনানির মধ্য দিয়ে তা স্পষ্ট হওয়ার ইঙ্গিত মিলেছে।

   

শোনা যাচ্ছে দেশের ফুটবলের ক্ষতি রোধ করতে এবার আইএসএলের আয়োজনে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিতে চলেছে কেন্দ্র। ফুটবলারদের যাতে কোনোভাবেই সমস্যার সম্মুখীন না হতে হয় সেদিকেও নজর রাখার কথা উঠে এসেছে। সেই নিয়ে জরুরী ভিত্তিতে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন নিয়ে বিশেষ আলোচনার উল্লেখ করা হয়েছে। হিসাব অনুযায়ী দেখলে এই নতুন মাসের ৮ তারিখেই ফেডারেশনের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে আয়োজক সংস্থা এফএসডিএলের। তাই সবদিক মাথায় রেখেই অতি দ্রুততার সাথে সমস্যা সমাধানে বদ্ধপরিকর সকলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন