বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে ফাইনাল ফিভার, টিকিট বুকিং শুরু কবে?

Mohun Bagan vs Bengaluru FC: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুমের মহাফাইনাল। মাত্র তিন দিন…

Mohun Bagan vs Bengaluru FC

Mohun Bagan vs Bengaluru FC: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুমের মহাফাইনাল। মাত্র তিন দিন বাকি থাকতে উত্তেজনা এখন তুঙ্গে। এই মরশুমের লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি-র। এটি হবে ২০২২-২৩ মরশুমের ফাইনালের পুনরাবৃত্তি। দুই দলই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মরিয়া।

মোহনবাগান,গত মরশুমে অল্পের জন্য আইএসএল ডাবল জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি, এবার সেই লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি গোয়ায় দুই বছর আগে ফাইনালে হৃদয়ভঙ্গের পর এবার প্রতিশোধ নিতে মাঠে নামবে। দুই দলের সমর্থকদের মধ্যে উৎসাহ এখন চরমে পৌঁছেছে। সবাই এই ব্লকবাস্টার ম্যাচের টিকিট হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

টিকিট কোথায় কিনবেন?

এই হাই-ভোল্টেজ ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী বুধবার, ৯ এপ্রিল, বিকেল ৪টে থেকে। টিকিট পাওয়া যাবে শুধুমাত্র অনলাইনে, বুকমাইশো (BookMyShow) প্ল্যাটফর্মের মাধ্যমে। সমর্থকরা বুকমাইশো-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তাদের টিকিট বুক করতে পারবেন। এই ম্যাচের জনপ্রিয়তা বিবেচনা করে টিকিট দ্রুত বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সময় থাকতে বুকিং করে ফেলা বুদ্ধিমানের কাজ হবে।

ম্যাচের সময়

আইএসএল ২০২৪-২৫ ফাইনাল শুরু হবে ১২ এপ্রিল, শনিবার, সন্ধ্যা ৭:৩০টায়। স্থান হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, যেখানে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই মহারণের সাক্ষী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements

টিকিট কীভাবে রিডিম করবেন?

স্টেডিয়ামে প্রবেশের জন্য সমস্ত দর্শককে অনলাইনে কেনা টিকিটের বিনিময়ে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট রিডিম করার জন্য দুটি স্থান নির্ধারিত হয়েছে। প্রথম স্থানটি হল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নং ৪। এখানে টিকিট সংগ্রহ করা যাবে ১০ ও ১১ এপ্রিল। ঠিকানা: জেবি ব্লক, সেক্টর-৩, সল্টলেক, কলকাতা – মণিপাল হাসপাতাল ব্রডওয়ের বিপরীতে। এই স্থানটির ম্যাপ গুগল ম্যাপে দেখা যাবে।

যারা ১০ ও ১১ এপ্রিল টিকিট সংগ্রহ করতে না পারেন, তাদের জন্য ম্যাচের দিন, ১২ এপ্রিল, বেলেঘাটা মহাদেব ক্লাবে টিকিট রিডিম করার সুযোগ থাকবে। ঠিকানা: সুভাষ সরোবর কমপ্লেক্স, বেলেঘাটা, কলকাতা। তবে, ভিড় এড়াতে আগে থেকে টিকিট সংগ্রহ করাই ভালো।

সমর্থকদের জন্য পরামর্শ

এই ম্যাচে দর্শক সংখ্যা অনেক হবে বলে আশা করা হচ্ছে। তাই সময়মতো টিকিট বুক করা এবং রিডিম করা জরুরি। মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে এই লড়াই শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগের সংঘর্ষ। মোহনবাগানের ‘মেরিনার্স’রা চাইবে তাদের দল ইতিহাস গড়ুক, আর বেঙ্গালুরু সমর্থকরা চাইবে পুরনো ক্ষত ভুলে নতুন জয়ের উৎসব।