
১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল (ISL) শুরুর কথা থাকলেও বাস্তবে এখনও বহু প্রশ্নের উত্তর অধরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সঙ্গে বৈঠকের পর ১৪টি ক্লাব নীতিগতভাবে সম্মতি দিলেও, তার পর থেকেই যেন কার্যত থমকে রয়েছে ফেডারেশনের প্রস্তুতি। গভর্নিং কমিটি গঠন, ক্রীড়াসূচি কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। এর মধ্যেই নতুন করে চাপ বাড়াল ফেডারেশন। শনিবার আইএসএলের সব ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার দুপুর ১২টার মধ্যে হোম গ্রাউন্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য লিখিতভাবে জানাতেই হবে।
কলকাতা নয় ভারতেই বিকল্প ভ্যেনুতে খেলবে বাংলাদেশ? সিদ্ধান্ত জানাল BCB
এই ডেডলাইনের দিকে তাকিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইস্ট-মোহন আইএসএলে তাদের হোম ম্যাচগুলি খেলবে কোথায়? কলকাতার ঐতিহ্যবাহী দুই ক্লাবের ভ্যেনু নির্বাচন নিয়ে সমর্থকদের মধ্যেও কৌতূহল তুঙ্গে। শুধু ইস্ট-মোহন নয়, একাধিক ক্লাবই আর্থিক অনিশ্চয়তায় ভুগছে। ওডিশা এফসি ইতিমধ্যেই সোমবার বিকেল পর্যন্ত সময় চেয়ে ফেডারেশনকে জানিয়েছে, তারা আদৌ আইএসএলে খেলতে পারবে কি না চূড়ান্ত করতে।
রো-কো জুটির প্রত্যাবর্তনের ম্যাচে ভারতের একাদশে বিরাট চমক, নেই তারকা পেসার
ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণের পাঠানো চিঠিতে আইএসএলের আর্থিক ছবিটাও স্পষ্ট করা হয়েছে। ২০২৫-২৬ মরশুমের আইএসএলের জন্য মোট বাজেট ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লক্ষ ৭৪ হাজার টাকা। এর মধ্যে ৯ কোটি ৭৭ লক্ষ ৪০ হাজার টাকা দেবে ফেডারেশন। তবে বাকি খরচের পাশাপাশি প্রতিটি ক্লাবকে দিতে হবে ১ কোটি টাকা করে। এই অঙ্কই অনেক ক্লাবের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, ক্লাবগুলির তরফে হোম গ্রাউন্ড এবং অংশগ্রহণের লিখিত সম্মতি পাওয়ার পরেই গঠন করা হবে গভর্নিং কমিটি। সেই কমিটি দায়িত্ব নেবে সম্প্রচার স্বত্বের অংশীদার নির্বাচন, এএফসির কাছে ম্যাচ স্লটের জন্য আবেদন এবং ভ্যেনু পরিদর্শনের মতো গুরুত্বপূর্ণ কাজের। অর্থাৎ ক্লাবগুলির সিদ্ধান্তের উপরই কার্যত নির্ভর করছে আইএসএলের ভবিষ্যৎ রূপরেখা।
“ভাগ্যে যা লেখা আছে…!” বিশ্বকাপের আগে মনের কথা জানালেন শুভমন
ফেডারেশনের দাবি, আইএসএল শুরুর পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ক্লাবগুলির পক্ষ থেকে সরকারি ভাবে চূড়ান্ত খসড়া না পাওয়া। সেই কারণেই সোমবার দুপুর ১২টার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, মরশুমের আইএসএলে আদৌ ক’টি ক্লাব মাঠে নামতে রাজি। আর ইস্ট-মোহনের মতো বড় ক্লাবগুলি তাদের হোম গ্রাউন্ড হিসেবে কোন ভ্যেনুকে বেছে নেয়।
সব মিলিয়ে, আইএসএলের কাউন্টডাউন শুরু হলেও, মাঠে বল গড়ানোর আগে এখনও বহু সমীকরণ মেলানো বাকি। সোমবারের ডেডলাইনই ঠিক করে দেবে, এই মরশুমের আইএসএল কতটা বাস্তবের পথে এগোতে পারবে।
AIFF has laid down a clear but tight roadmap for the ISL 2025–26 season, with clubs asked to confirm participation by paying a ₹1 crore fee by January 12. https://t.co/bjE9HVnF6g The revised timeline follows the announcement that the ISL will kick off on February 14.
With…
— Khel Now (@KhelNow) January 11, 2026










