অনিশ্চয়তার মধ্যেই আপাতত স্থগিত রয়েছে ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) এক চিঠির মাধ্যমে ক্লাবগুলিকে জানিয়ে দিয়েছে, বর্তমান চুক্তিগত জটিলতার কারণে নতুন মরসুমের আয়োজন এখনই সম্ভব নয়। আর এই খবর সামনে আসতেই চরম উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় ফুটবলের (Indian Football) অন্যতম স্তম্ভ ও জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)।
সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় শুধু নিজের নয়, বরং গোটা ভারতীয় ফুটবল কাঠামো এবং তার সঙ্গে যুক্ত খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, কোচ, ফিজিও সকলের ভবিষ্যৎ নিয়েই উদ্বিগ্ন সুনীল ছেত্রী।
২০১০ সালে সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) এবং এফএসডিএলের মধ্যে একটি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (MRA) স্বাক্ষরিত হয়েছিল ১৫ বছরের জন্য। এই চুক্তি অনুযায়ী প্রতি বছর এফএসডিএল ফেডারেশনকে ৫০ কোটি টাকা প্রদান করে, যার মাধ্যমে এআইএফএফ তাদের দৈনন্দিন কার্যক্রম এবং অন্যান্য প্রতিযোগিতা আয়োজন করে থাকে।
কিন্তু সেই চুক্তি শেষ হচ্ছে ২০২৫ সালের ৮ ডিসেম্বর। নতুন মরসুম শুরু হলে সেটি এপ্রিল পর্যন্ত গড়াতে পারে, ফলে ডিসেম্বরের পর বিনা চুক্তিতে আইএসএল আয়োজন হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জট। তার ওপর, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশনের বর্তমান কমিটি এই মুহূর্তে কোনও নতুন চুক্তি করতে পারবে না। কারণ ফেডারেশনের সংবিধান সংশোধন এবং নতুন কমিটি গঠনের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।
এই পরিস্থিতিতে এফএসডিএল জানিয়ে দিয়েছে, তাদের পক্ষে কোনও আর্থিক, বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক দায় নেওয়া সম্ভব নয়। তাই নতুন মরসুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে। এহেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী তাঁর সামাজিক মাধ্যমে দীর্ঘ বার্তা পোস্ট করেন। তিনি লিখেছেন, “কয়েক সপ্তাহ আগে যখন জানলাম মরসুমের প্রস্তুতি এক পক্ষ পিছিয়েছে, তখন খুশি হয়েছিলাম। কারণ ছুটিতে ছিলাম, আরেকটু সময় দরকার ছিল নিজেকে প্রস্তুত করার জন্য। কিন্তু এখন সেই ‘এক পক্ষকাল’ অনির্দিষ্টকালে পরিণত হয়েছে। সেই মুখের হাসি আজ আর নেই।”
তিনি আরও লেখেন, “এমনিতেই আমি কেরিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে। হাতে সময় কমে আসছে। কিন্তু বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বুঝতে পারছি, সমস্যাটা আমার ব্যক্তিগত নয়, গোটা দেশের ফুটবল কাঠামোর। আমরা সকলেই আজ এক অনিশ্চয়তার মুখোমুখি।”
সুনীল স্পষ্ট জানিয়েছেন, শুধু ফুটবলার নয়, ক্লাবের কর্মী, ফিজিও, সাপোর্ট স্টাফ থেকে সকলেই এই অনিশ্চয়তার শিকার। তাঁর কথায়, “আমি জানি যারা এই খেলাটা চালান, তারা মরসুম শুরু করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমার কাছে হয়তো সব প্রশ্নের উত্তর নেই, কিন্তু আমি আশাবাদী— খুব তাড়াতাড়ি একটা সমাধান আসবে।”
এফএসডিএলের ঘোষণার পরই প্রায় সব ক্লাব তাদের প্রাক-মরসুম পরিকল্পনা থামিয়ে দিয়েছে। বেঙ্গালুরু এফসি, যে দলের হয়ে সুনীল খেলেন এবং যাঁরা দু’বছর আগে আইএসএল কাপ জিতেছিল, তারা এবার ডুরান্ড কাপে অংশ নিচ্ছে না। এখনও শুরু হয়নি তাদের আইএসএল প্রস্তুতিও।
ইতিমধ্যে অনেক ক্লাবই নিজেদের বাজেট এবং দল গঠনের কাজও স্থগিত রেখেছে। কারণ, চুক্তির ভবিষ্যৎ না জানলে তারা দীর্ঘমেয়াদি বিনিয়োগে যেতে চাইছে না।
প্রশ্ন উঠছে এমন অচলাবস্থা কত দিন চলবে? সুপ্রিম কোর্টের রায়, নতুন ফেডারেশন কমিটি, চুক্তির নবীকরণ— সব কিছু মিলিয়ে এই প্রক্রিয়া কয়েক মাস গড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তত দিন পর্যন্ত ভারতের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ অনিশ্চয়তার মধ্যেই থাকবে।
View this post on Instagram
ISL 2025-26 suspended Sunil Chhetri expresses concern Over Indian Football Fixture uncertainty