গত ২০১৪ সাল থেকেই স্ব মহিমায় আয়োজিত হয়ে আসছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। সময় যত এগিয়েছে গোটা দেশে ততই জনপ্রিয় হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। যালফলে একের পর এক দল বাড়তে শুরু করেছিল এই সর্বভারতীয় ফুটবল লিগে। যেখানে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার সহ হাইপ্রোফাইল বিদেশি কোচ নির্বাচনের ক্ষেত্রেও যথেষ্ট দক্ষতা দেখিয়েছিল টুর্নামেন্টের দল গুলি। তারপর কলকাতা ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগের আওতায় আসার পর থেকেই আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠতে শুরু করেছিল আইএসএল।
তবে গত বছর পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও এই নয়া সিজনে টুর্নামেন্টের আয়োজনকে কেন্দ্র করে দেখা দিয়েছে নানা বিতর্ক। আসলে আয়োজক সংস্থা তথা এফএসডিএলের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এমআরএ নবীকরণ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা এখনও চূড়ান্ত হয়নি। যারফলে আগামী সিজনে আদৌও এই টুর্নামেন্ট আর আয়োজিত হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন চিহ্ন। তাই এক প্রকার বাধ্য হয়েই দল গঠন নিয়েও ধীরে চলো নীতি গ্রহণ করেছে টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাব। যার মধ্যে গত কয়েকদিন আগেই উঠে এসেছিল কেরালা ব্লাস্টার্স এবং ওডিশা এফসির নাম।
কিছুদিন আগেই বিদেশি ফুটবলারদের অন্যত্র যোগদানের আগ্ৰহতে সহমত পোষণ করেছিল কেরালা। এমনকি দিন কয়েক আগেই ফোর্স ম্যাজিউয়ের মধ্যে দিয়ে দলের সকল ফুটবলার, কোচ সহ সকল সাপোর্টিং স্টাফদের সঙ্গে চুক্তি স্থগিত করার বিবৃতি দিয়েছিল ওডিশা। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। তবে হঠাৎ করে এমন সিদ্ধান্তে আসেনি কতৃপক্ষ। বেশ কয়েক সপ্তাহ আগেই এই প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টের ভবিষ্যৎ প্রসঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে একটি চিঠি প্রেরণ করেছিল অংশগ্রহণকারী একাধিক ফুটবল ক্লাব। এবার তাঁদের নিয়েই আগামী ৭ই আগস্ট টুর্নামেন্টের আয়োজনের আলোচনার জন্য বিশেষ দিনক্ষণ ঠিক করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
যাদের মধ্যে রয়েছে হায়দরাবাদ এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি, ওডিশা এফসি, পাঞ্জাব এফসি এবং এফসি গোয়া। জানা গিয়েছে, দিন দুয়েক পরেই অর্থাৎ ৭ই আগস্ট সকাল সাড়ে এগারোটায় দিল্লি বিমানবন্দর সংলগ্ন একটি কনফারেন্স রুমে এই প্রত্যেকটি দলের প্রতিনিধিদের নিয়ে বিশেষ আলোচনায় বসতে চলেছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। বর্তমানে এই বৈঠকের দিকেই নজর থাকবে দেশের সকল ফুটবলপ্রেমীদের।