ISL 2025-26: আগামী মাসেই শুরু আইএসএল, এবার কোন ফরম্যাটে?

All India Football Federation আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে Indian Super League ২০২৫-২৬ মরসুম। ১৪টি দল এবার একক লেগের রাউন্ড-রবিন ফরম্যাটে লিগ পর্যায়ে অংশ নেবে, ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর প্রকাশ হবে সম্পূর্ণ সূচি।

isl-controversy-indian-footballers-demand-league-start

আগের বছরের মাঝামাঝি সময় থেকেই অনিশ্চয়তার অন্ধকারে ডুবে ছিল ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26)। আদৌ এই টুর্নামেন্ট আয়োজিত হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক সংশয়। সর্বভারতীয় ফুটবল সংস্থার সঙ্গে ক্লাব জোটের ঘন ঘন বৈঠক হলেও কিছুতেই বেড়িয়ে আসছিল না সমাধান সূত্র। তবে এআইএফএফ এর আজকের ডাকা বৈঠকে নজর ছিল সকলের। মনে করা হচ্ছিল যে আজকের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে টুর্নামেন্টের দিনক্ষণ। সেটাই হয় শেষ পর্যন্ত। ঘন্টা কয়েক আগেই জানা যায় যে আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।

যেটা নিঃসন্দেহে খুশি করেছে সকল ফুটবলপ্রেমীদের। ঘন্টা কয়েক আগেই সেই সম্পর্কিত একটি বিবৃতি জারি করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যেখানে বলা হয়, ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ আনন্দের সাথে ঘোষণা করছে যে ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ মরসুম ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ তারিখে শুরু হবে। অংশগ্রহণকারী ১৪টি দল একক লেগের রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিযোগিতা করবে। ক্লাবগুলির সাথে আরও পরামর্শের পর বিস্তারিত সূচি প্রকাশ করা হবে।’ উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরেই আন্দাজ করা যাচ্ছিল যে এবার হয়তো অন্য ফরম্যাটে হবে দেশের এই ফুটবল লিগ।

   

সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল রাউন্ড-রবিন ফরম্যাটের কথা। এক্ষেত্রে টুর্নামেন্টের দুইটি গ্রুপ থেকে চারটি করে দল পৌঁছবে নকআউট রাউন্ডে। তারপর সিঙ্গেল লেগে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনাল। মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো চলে আসবে টুর্নামেন্টের ম্যাচ সূচি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন