মাঠে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন লুকা মাজসেন

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) শুরু থেকেই অনবদ্য ছন্দে রয়েছে পাঞ্জাব এফসি। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্সকে। অ্যাওয়ে ম্যাচে তাঁদের এমন…

Luka Majcen Punjab FC

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) শুরু থেকেই অনবদ্য ছন্দে রয়েছে পাঞ্জাব এফসি। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্সকে। অ্যাওয়ে ম্যাচে তাঁদের এমন সহজেই মন জয় করেছে সমর্থকদের। কিন্তু ম্যাচ জিতলে ও বড়সড় ধাক্কা খেতে হয়েছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের দলকে। আসলে এই ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ দলের ফুটবলার রাহুল কেপির ফাউলে গুরুতর জখম হয়েছিলেন এই স্লোভেনীয় তারকা। প্রথমদিকে তেমন কিছু বোঝা না গেলেও পরবর্তীতে জানা যায় সেই চোটের গভীরতা।

Read More: ভাই-বোনের দাপটে দাবায় জোড়া সোনা জিতে ‘ইতিহাস’ ভারতের

   

যারফলে আগামী বেশকিছু সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পাঞ্জাব এফসির এই দক্ষ স্ট্রাইকারকে‌। এক কথায় যা বিরাট বড় ধাক্কা হতে চলেছে গোটা দলের কাছে‌। তবুও গত ২০শে সেপ্টেম্বর মাজসেনকে ছেড়েই আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল পাঞ্জাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী ওডিশা এফসি। প্রথমদিকে লড়াইটা যথেষ্ট চাপের হলেও পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে দুরন্ত ছন্দে ধরা দেয় গোটা দল। তারপর শেষ পর্যন্ত নিজেদের ঘরের মাঠে জয় ছিনিয়ে নেয় বিনীত রাই’রা।

Read More: ১৬ মিনিটেই খেলা শেষ! বল হাতে ‘নিউজিল্যান্ড’বধের নায়ক জয়সুরিয়া

তারপর ম্যাচ শেষে লুকা মাজসেনের পাশে থাকার বার্তা দিতে ও দেখা যায় গোটা দলকে‌। সেজন্য এই তারকার জার্সি তুলে ধরতে ও দেখা গিয়েছিল দলের কোচ সহ অন্যান্য ফুটবলারদের। পাশাপাশি সমর্থকদের তরফে ও আনা হয়েছিল বিশেষ প্ল্যাকার্ড। যা নিঃসন্দেহে খুশি করছে এই তারকা ফুটবলারকে। তাই

পরবর্তীতে নিজের সোশ্যাল সাইটে তুলে ধরেন সেই সমস্ত পোস্ট। তবে সেখানেই শেষ নয়। চোট গুরুতর থাকলেও এখন থেকেই নিজেকে মাঠে ফেরানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তারকা।

Read More: IPL2025: আশঙ্কায় বৈভব! এই তিন বোলারকে দলে নিতে প্রস্তুত কেকেআর

সোমবার নিজের সোশ্যাল সাইটে পাঞ্জাব এফসির জার্সিতে নিজের বেশকিছু ছবি আপলোড করেন এই তারকা। যেখানে চোয়ালে ব্যান্ডেজ নিয়ে জিম সেশনে অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে। যা নিঃসন্দেহে মন জয় করেছে সমর্থকদের। বর্তমানে লুকার মাঠে ফেরার অপেক্ষায় পাঞ্জাব এফসি।