ISL 2024: মুম্বাই সিটির বিপক্ষে এগিয়ে থেকে ড্র করল সবুজ-মেরুন

নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী মুম্বাই সিটি…

Mohun Bagan vs Mumbai City FC

নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী মুম্বাই সিটি এফসি‌। সম্পূর্ণ সময়ের শেষে ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করল দুই হেভিওয়েট। এদিন তিরির আত্মঘাতী গোলের পর সবুজ-মেরুন জার্সিতে গোল করেন বাগান ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। যদিও পরবর্তীতে মুম্বাই সিটি এফসির প্রথম গোলের ও কারিগর থাকেন হোসে লুইস এস্পিনোসা অ্যারোয়ো। ওরফে তিরি। দ্বিতীয় গোলটি করেন থায়ের ক্রোমা।

বলাবাহুল্য, ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। তবে ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে গোল তুলে নেয় সবুজ-মেরুন। কামিন্সদের আক্রমণ আটকাতে গিয়েই নিজেদের গোলেই বল ঠেলে দেন তিরি। যা নিঃসন্দেহে হতাশ করেছিল দলের ফুটবলারদের। এই গোলের সুবাদে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়তে থাকে জোসে মোলিনার ছেলেদের।

   

যারফলে অনায়াসেই বেড়ে গিয়েছিল ব্যবধান। ২৮ মিনিটের মাথায় গোল বক্সের বাইরে থেকে উড়ে আসা বল হেড করে নামান বাগান ফুটবলার। সেখান থেকেই দূরপাল্লার শটে গোল করে ব্যবধান বাড়ান আলবার্তো রদ্রিগেজ। পরবর্তীতে বিপিন সিংয়ের ঘন ঘন আক্রমণ যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল বাগান ডিফেন্ডারদের। এমনকি এই ভারতীয় তারকার ভাসানো বল থেকে গোল করার সুযোগ তৈরি হলেও সেটা কাজে লাগাতে পারেননি নিকোলাওস কারেলিস। নাহলে অনায়াসেই গোলের মুখ খুলতে পারতো মুম্বাই ব্রিগেড।

প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে মোহনবাগান (Mohun Bagan) । কিন্তু দ্বিতীয়ার্ধের শেষে সেটা বজায় থাকেনি। বারংবার প্রতি আক্রমণে উঠে বাগান রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে শুরু করেছিলেন বিপিন সিং থেকে শুরু করে লালিয়ানজুয়ালা ছাংতে’রা। তারপর আসে বহু প্রতীক্ষিত গোল। ৭০ মিনিটের মাথায় বাগান রক্ষণভাগে ফাটল ধরিয়ে গোল করে যান তিরি। এরপর থেকেই অন্য মেজাজে দেখা যায় গতবারের আইএসএল জয়ীদের। বিশেষ করে নাওফল পিএন এবং থায়ের ক্রোমার মাঠে আসার পর থেকেই বদলাতে শুরু করে পরিস্থিতি।

শেষ পর্যন্ত ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতায় ফেরে মুম্বাই সিটি। ৯০ মিনিটের মাথায় গোল করেন থায়ের ক্রোমা। ফলাফল গিয়ে দাঁড়ায় ২-২ গোল। পরবর্তীতে রেফারির তরফে অতিরিক্ত ৫ মিনিট যুক্ত করা হলেও আর গোলের দেখা মেলেনি। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল দুই দলকে।