ISL 2024: জেতা ম্যাচে পয়েন্ট নষ্ট, হতাশ বাগান অধিনায়ক

শুক্রবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের (ISL 2024) অভিযান শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল মুম্বাই সিটি এফসি। ঘরের মাঠে এই…

subhasish bose

শুক্রবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের (ISL 2024) অভিযান শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল মুম্বাই সিটি এফসি। ঘরের মাঠে এই ম্যাচে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে জোসে মোলিনার ছেলেদের। প্রথমার্ধের শেষে দুইটি গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সেটা বজায় থাকেনি‌। ম্যাচের শেষ কোয়ার্টারে ব্যবধান কমিয়ে শেষ মিনিটে সমতায় ফিরেছিল গতবারের আইএসএল জয়ীরা। নিঃসন্দেহে যা বড়সড় ধাক্কা।

   

জেতা ম্যাচে পয়েন্ট নষ্ট করায় যথেষ্ট হতাশ সবুজ-মেরুন সমর্থকরা। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার আগে সেই নিয়েই মুখ খোলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। তিনি বলেন, ” লিগের প্রথম ম্যাচ ছিল এটা। আমরা একটা সময় দুই গোলে এগিয়ে ছিলাম। পরবর্তীতে দুই গোল হজম করেছি। দলের ডিফেন্ডাররা ভালো পারফরম্যান্স করেছে। যদিও শেষ পর্যন্ত পরপর দুটো গোল খেতে হয়েছে। নিজেদের কিছু ভুলভ্রান্তির কারণে। তবে লিগের অনেক ম্যাচ বাকি। এই ভুলত্রুটি শুধরে আমরা আরও ভালো পারফরম্যান্স করতে পারবো। আমরা ক্লিনশিট রাখতে পারব।”

এছাড়াও মুম্বাই প্রসঙ্গে তিনি আরও বলেন, ” শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা তিন পয়েন্ট পেতে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত দুটো পয়েন্ট নষ্ট হল। সেটা যথেষ্ট হতাশাজনক। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে পরবর্তী ম্যাচ খেলতে নামাই আমাদের প্রধান লক্ষ্য। তাছাড়া মুম্বাই যথেষ্ট ভালো দল। ওরা এই ম্যাচে যথেষ্ট ভালো খেলেছে‌। আমাদের দলে ও অনেক ভালো ফুটবলার রয়েছে‌। যারা নিজেদের সেরাটা দিতে মরিয়া। পরের ম্যাচে ভালো পারফরম্যান্স করাই আমাদের এখন অন্যতম উদ্দেশ্য।”

ইন্ডিয়ান সুপার লিগের সূচি অনুযায়ী আগামী ২৩শে সেপ্টেম্বর নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মেরিনার্সরা‌। ডুরান্ড কাপের হতাশা ভুলে নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ জেতাই অন্যতম লক্ষ্য জেসন কামিন্সদের। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পর আইএসএলের এই ম্যাচের দিকেই নজর থাকবে সকলের।