ISL 2024: মহামেডানের জয় আটকে দিলেন সাদিকু

শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএলের (ISL 2024) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। একটা সময় আইএসএলের এই দলের বিপক্ষে এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষ লগ্নে এসে সমতায় ফেরে এফসি গোয়া। তারপর অমীমাংসিত ফলাফলেই শেষ হয় আজকের ম্যাচ।

এদিন মহামেডান স্পোর্টিংয়ের হয়ে গোল করেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ। অন্যদিকে গোয়া শিবিরের হয়ে একটিমাত্র গোল করেন আর্মান্দো সাদিকু।‌ বলতে গেলে এই আলবেনিয়ান তারকার গোলেই জয় আটকে গেল ময়দানের এই তৃতীয় প্রধানের। নাহলে অনায়াসেই আজ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম জয় তুলে নিতে পারত সাদা-কালো ব্রিগেড। যা কিছুটা হলেও হতাশ করেছে আন্দ্রে চেরনিশভকে।

Advertisements

গত ম্যাচের হতাশা ভুলে এদিন শুরু থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল ব্ল্যাক প্যান্থার্সরা। যারফলে তাঁদের আটকাতে গিয়ে ব্যাপক চাপে পড়ে গিয়েছিল গোয়া ব্রিগেড। এমনকি ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময় প্রায় গোলের মুখ খুলে ফেলেছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু গোল বারে লেগে ফিরে আসে বল। প্রথমার্ধ গোলশূন্য ফলাফলে শেষ হলেও থেকে চাপ বাড়াতে থাকে মহামেডান।

তারপর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় রেড রোডের ফুটবল ক্লাব। সেখান থেকে গোল করে যান অ্যালেক্সিস গোমেজ। জানি নিঃসন্দেহে অনেকটাই খুশি করেছিল সমর্থকদের। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময় অর্থাৎ ৯৪ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান সাদিকু। যারফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

Advertisements