HomeSports Newsঅ্যাওয়ে ম্যাচে নিজেদের সেরাটা তুলে ধরতে চান সাদা-কালো কোচ

অ্যাওয়ে ম্যাচে নিজেদের সেরাটা তুলে ধরতে চান সাদা-কালো কোচ

- Advertisement -

অনবদ্য পারফরম্যান্সের মধ্য ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024) শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) । প্রথম ম্যাচে জয় না আসলেও দ্বিতীয় ম্যাচ থেকেই যেন ছন্দে ফিরতে বদ্ধপরিকর কলকাতা ময়দানের এই প্রধান। এবার যে তাঁদের প্রথম আইএসএল সেটা পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই। অনায়াসেই তাঁরা টেক্কা দিচ্ছে গত কয়েক বছর ধরে আইএসএল খেলা দল গুলিকে। গত ২১ সেপ্টেম্বর কিশোর ভারতী স্টেডিয়ামে তাঁরা খেলতে নেমেছিল শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে। যেখানে শুরু থেকেই দাপট ছিল সাদা-কালো ব্রিগেডের।

   

তবুও শেষ মুহূর্তে আটকে যেতে হয়েছিল মানোলো মার্কুয়েজের ছেলেদের কাছে। যা কিছুটা হলেও হতাশ করেছে সমর্থকদের। এখন সেই সব ভুল ত্রুটি শুধরে নিয়েই জয় পেতে চায় মহামেডান। আগামীকাল সন্ধ্যায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে টুর্নামেন্টের আরেক শক্তিশালী ক্লাবের বিপক্ষে। নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি যে কতটা ভয়ঙ্ককর হতে পারে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে সেটা এক নতুন চ্যালেঞ্জ। তাছাড়া টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচ।

তাই লড়াই করা যে কিছুটা হলেও চ্যালেঞ্জিং হবে সেটা ভালো মতোই বুঝতে পারছেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ। তবে নিজেদের পরিকল্পিত ফুটবল তুলে ধরাই অন্যতম লক্ষ্য সকলের কাছে। এই ম্যাচের আগে বুধবার সাংবাদিক বৈঠক থেকে ঠিক তেমনটাই তুলে ধরলেন তিনি। চেরনিশভ বলেন, ” আইএসএলে কোনও দলই খুব একটা খারাপ নয়। আবার কোনও দলেরই সব সময় ভালো বা খারাপ যায়না। ফল দেখেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে সব ম্যাচের জন্য তৈরি থাকতে হয়। গত সিজনে চেন্নাইয়িন যথেষ্ট ভালো খেলেছিল। এবার ওরা আরও ভালো খেলতে চায়। আমাদের কাছে ও এটা প্রথম অ্যাওয়ে ম্যাচ। দ্রুত পরিবেশের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।”

এছাড়াও নিজেদের এই প্রথম অ্যাওয়ে ম্যাচ নিয়ে তিনি বলেন, “আমার একটাই চিন্তা। এটা আমাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। একেবারে নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের কাছে। আগে থেকে একেবারেই বোঝা সম্ভব নয় ম্যাচটা কেমন হবে। পরিস্থিতি অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হতে পারে। আমাদের একটা কঠিন ম্যাচের জন্য তৈরি থাকতে হবে। তবে দলের ছেলেদের নিয়ে আমার খুব একটা চিন্তা নেই।  ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি বাড়তি শক্তি নিয়ে খেলবে। তবে আমাদের ও নিজেদের পরিকল্পনা মত স্বাভাবিক খেলা খেলতে হবে।”

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular