HomeSports NewsISL 2024 derby: ডার্বি ম্যাচের আগে চনমনে মহামেডান, লক্ষ্য তিন পয়েন্ট

ISL 2024 derby: ডার্বি ম্যাচের আগে চনমনে মহামেডান, লক্ষ্য তিন পয়েন্ট

- Advertisement -

গত ২৬ সেপ্টেম্বর নতুন ইতিহাস সৃষ্টি করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। অ্যাওয়ে ম্যাচে তাঁরা পরাজিত করেছে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসিকে। সেদিন দলের হয়ে একটিমাত্র গোল করেছিলেন লালরেমসাঙ্গা ফানাই। এই জয়ের ফলে বর্তমানে আইএসএল (ISL 2024) পয়েন্ট টেবিলের টপ সিক্সে উঠে এসেছে সাদা-কালো ব্রিগেড। শুধু তাই নয়, তাঁরা পিছনে ফেলে দিয়েছে কলকাতা ময়দানের বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টকে। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের।

গত কয়েক বছরের রেকর্ড অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাবের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আশ্চর্যজনক না হলেও মোহনবাগানের পয়েন্ট নষ্টের ফলে জোসে মোলিনার পরিকল্পনা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন চিহ্ন। অপরদিকে নিজেদের ছন্দ বজায় রাখতে মরিয়া আন্দ্রে চেরনিশভের মহামেডান স্পোর্টিং ক্লাব। গত ম্যাচে ওয়েন কোয়েলের দলকে তাঁদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছে অ্যালেক্সিস গোমেজরা। যা অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের সকল ফুটবলারদের। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এবার ডার্বি জয় করতে চায় মহামেডান।

   

সূচি অনুসারে আগামী ৫ই অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে চতুর্থ ম্যাচ খেলতে নামবে এই তৃতীয় প্রধান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। উল্লেখ্য, গত ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল দিমিত্রি পেত্রাতোসদের। এক কথায় যা বিরাট ধাক্কা ছিল সবুজ-মেরুন সমর্থকদের কাছে। এখন‌ সেখান থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য বাগানের। অপরদিকে চেন্নাইয়িন ম্যাচের পর এবার যুবভারতীতে মোহনবাগানকে ধাক্কা দিতে তৈরি হচ্ছে মাকান ছোটেরা।

সেইমতো গত কয়েকদিন ধরে জোরকদমে দলকে অনুশীলন করাচ্ছেন কোচ। যতদূর খবর, বর্তমানে সম্পূর্ণ ফিট রয়েছেন সকল ফুটবলাররা। পূর্বে মহম্মদ জেসিমের সামান্য চোট সমস্যা থাকলেও বর্তমানে সম্পূর্ণ ফিট তিনি। বলতে গেলে আগামী মোহনবাগান ম্যাচে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে চলেছে ব্ল্যাক প্যান্থার্সরা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular