HomeSports Newsনিজের প্রাক্তন ক্লাবের বিপক্ষে খেলতে নামার আগে কী বললেন ডায়মান্তাকস?

নিজের প্রাক্তন ক্লাবের বিপক্ষে খেলতে নামার আগে কী বললেন ডায়মান্তাকস?

- Advertisement -

রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী কেরালা ব্লাস্টার্স। প্রথম ম্যাচে তাঁরা পাঞ্জাব এফসির কাছে পরাজিত হলেও সেই ধাক্কা ভুলে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই মিকেল স্ট্যাহরের ছেলেদের। সেজন্য ইস্টবেঙ্গল বধ করাই এখন অন্যতম লক্ষ্য নোয়া সাদাউদের। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা ভালো মতোই জানেন লাল-হলুদের বিদেশি ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস (Dimitrios Diamantakos)।

গত ফুটবল মরসুমে দক্ষিণের এই ক্লাবের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন এই গ্ৰীক ফরোয়ার্ড। দল চূড়ান্ত সাফল্য না পেলেও ইন্ডিয়ান সুপার লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিবেচিত হয়েছিলেন ডায়মন্ডকস। বলতে গেলে তাঁর হাত ধরেই একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় লাভ করেছিল কেরালা। পরবর্তীতে অর্থাৎ এই নতুন সিজনে তাঁকে ধরে রাখার পরিকল্পনা থাকলেও সেটা খুব একটা কার্যকরী হয়নি। শেষ পর্যন্ত তিনি যোগদান করেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইমামি ইস্টবেঙ্গলে।

   

এবারের ডুরান্ড কাপ তাঁর পা থেকে গোল আসলেও আইএসএলে এখনও পর্যন্ত সেভাবে সক্রিয় হয়ে উঠতে পারেননি দিমি‌।‌ তবে রবিবার সন্ধ্যায় নিজের প্রাক্তন ফুটবল ক্লাবের বিপক্ষে গোল করে দলকে জেতাতে চান এই হাইপ্রোফাইল ফরোয়ার্ড। কাজটা খুব একটা সহজ না হলেও নিজের সেরাটা দিতে প্রস্তুত এই তারকা। সেইমতো গত কয়েকদিনে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। এবার মাঠের লড়াই।

কিন্তু তাঁর আগে এই হাইভোল্টেজ ম্যাচের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিমি বলেন, ” এটা একটা দারুণ অনুভূতি। নিজের চেনা মাঠে ফিরে আসা। আমি এই দলের সমর্থকদের যথেষ্ট সম্মান করি। এখানে আমার সাথে এখানে যেভাবে আচরণ করেছে। ভক্তদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। কিন্তু এখন আমি প্রতিপক্ষ। আমি আশা করি তারা বুঝতে পেরেছে। আমি রবিবার একটি গোল করতে চাই এবং আমার নতুন দলকে জিততে সাহায্য করতে চাই। এটাই ফুটবল।”

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular