HomeSports NewsISL: কবে থেকে আইএসএল অভিযান শুরু করছে ময়দানের তিন প্রধান? জানুন

ISL: কবে থেকে আইএসএল অভিযান শুরু করছে ময়দানের তিন প্রধান? জানুন

- Advertisement -

হাতে মাত্র আর কয়েকটা সপ্তাহ। তারপরেই শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নতুন মরসুম। যার অপেক্ষায় দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। তবে গতবারের তুলনায় এবার আরও জমজমাট হতে চলেছে দেশের প্রথম ডিভিশনের এই ফুটবল টুর্নামেন্ট। উল্লেখ্য, শেষ মরসুমে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই সুবাদে এই নয়া সিজনে আইএসএল খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ময়দানের এই তৃতীয় প্রধান।

যারফলে বহু বছর পর আবার একসাথে দেশের প্রথম ডিভিশন লিগে খেলবে কলকাতার তিনটি বড় ক্লাব। যা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা বাংলার ফুটবলপ্রেমীদের কাছে। পূর্বে আই লিগ জয় করে আইএসএলের ছাড়পত্র পায় পাঞ্জাব এফসি। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে কলকাতার এই আরেক ফুটবল ক্লাব। কিন্তু কবে থেকে টুর্নামেন্ট শুরু করবে ময়দানের তিন প্রধান?

   

আইএসএলের সূচি অনুযায়ী আগামী ১৩ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। যেখানে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসি। যেটি আয়োজিত হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। গত বছর আইএসএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুইটি দল। এবার তাঁদের ম্যাচ দিয়েই শুরু হবে এই ফুটবল লিগ। আগামী কয়েকদিনের মধ্যেই ছাড়া হবে এই ম্যাচের টিকিট।

ঠিক তাঁর পরেরদিন অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি। যেটি আয়োজিত হবে বেঙ্গালুরুর হোম গ্ৰাউন্ড অর্থাৎ কান্তিরাভা স্টেডিয়ামে। অর্থাৎ অ্যাওয়ে ম্যাচ দিয়েই এই লিগ শুরু করবে মশাল ব্রিগেড।

তার ১৬ই সেপ্টেম্বর প্রথমবারের মতো টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। কিশোর ভারতী স্টেডিয়ামে তাঁদের খেলতে হবে পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular