দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন আশিক কুরুনিয়ন

শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের (Indian Super League) চতুর্থ ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবের…

Ashique Kuruniyan Joins Mohun Bagan Team

শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের (Indian Super League) চতুর্থ ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। কান্তিরাভার হতাশা ভুলে এখন এই ম্যাচে জয় পাওয়াই অন্যতম লক্ষ্য সবুজ-মেরুন ব্রিগেডের। গত বছর আইলিগ জয় করার সুবাদে এবার ইন্ডিয়ান সুপার লিগ খেলতে এসেছে মহামেডান। নিজেদের প্রথম আইএসএল মরসুম হলেও দুরন্ত পারফরম্যান্স করে চলেছে দল। তাই আগামীর এই ডার্বিতে তাঁদের বিপক্ষে জয় পাওয়া যে খুব একটা সহজ হবে না তা ভালো করেই জানেন সকলে।

তবুও নিজেদের সেরাটা দিয়ে ঘরের মাঠে ৩ পয়েন্ট নিশ্চিত করায় প্রধান লক্ষ্য জোসে মোলিনার। সেইমতো গত কয়েকদিন ধরেই কোচের তত্ত্বাবধানে জোর কদমে অনুশীলন চালাচ্ছেন ফুটবলাররা। যেখানে ফুটবলারদের আক্রমণ ও রক্ষণের বিবিধ কৌশল বোঝাতে দেখা যায় কোচকে। তারপর গোটা দলকে দুইটি ভাগে ভাগ করে হাড্ডাহাড্ডি লড়াই ও করালেন তিনি। যেখানে প্রথম থেকেই সক্রিয়তা দেখিয়েছিলেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। এছাড়াও জেসন কামিন্স থেকে গ্ৰেগ স্টুয়ার্টরা ও ছিলেন চনমনে মেজাজে।

   

পাশাপাশি এদিন জোরকদমে অনুশীলন করতে দেখা যায় বাগান তারকা আশিক কুরুনিয়ানকে (Ashique Kuruniyan)। যা কিছুটা হলেও চিন্তা কমাবে সবুজ-মেরুন সমর্থকদের। মহামেডান ম্যাচে আদৌ তিনি খেলবেন কিনা সেটা এখনও চূড়ান্ত নয়। তবে আসন্ন ডার্বির কথা মাথায় রেখে দলের দুই তারকা ডিফেন্ডার তথা আলবার্তো রদ্রিগেজ এবং নুনো রেইসের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় মোহনবাগানের (Mohun Bagan) স্প্যানিশ বসকে। উল্লেখ্য আইএসএলের এই প্রথম তিন ম্যাচে একাধিক গোল হজম করতে হয়েছে ময়দানের এই প্রধানকে।

তাই সবদিক মাথায় রেখেই একাদশ সাজাতে চাইছেন মোলিনা। আসন্ন এই হোম ম্যাচে গোল তুলে নেওয়ার ক্ষেত্রে জেসন কামিন্স এবং গ্ৰেগ স্টুয়ার্টের‌ মতো ফুটবলারদের দিকে যেমন নজর থাকবে ঠিক তেমনভাবেই রক্ষণভাগকে শক্তিশালী করাই অন্যতম লক্ষ্য থাকবে বাগানের হেড স্যারের।