নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় দশম ম্যাচ (ISL 2024-25) খেলতে নেমেছে মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে তাঁদের লড়াই করতে হচ্ছে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। পূর্বে নিজেদের ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স করে নর্থইস্টের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান। তবে এবার লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। সেইমতো নিজের একাদশ সাজিয়েছিলেন বাগান কোচ জোসে মোলিনা। অধিনায়ক শুভাশিস বসু এবং স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ কার্ড সমস্যার জন্য এদিন মাঠে না থাকায় প্রথম থেকেই যথেষ্ট চাপ ছিল সকলের।
কিন্তু ম্যাচের প্রথমদিক থেকেই তাঁদের অভাব খুব একটা বুঝতে দেননি আশিক কুরুনিয়ান থেকে শুরু করে টম অলড্রেডের মতো ফুটবলাররা। ক্রমশ সময় যত এগিয়েছে ততই আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা গিয়েছিল জেমি ম্যাকলারেন থেকে শুরু করে লিস্টন কোলাসোদের। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারদের দক্ষতায় কোনও রকমে রেহাই পায় পাহাড়ের এই ফুটবল ক্লাব। আশির আখতার থেকে হামজা রেগরাগুইয়ের সক্রিয়তায় বারংবার আটকে যেতে হয় মেরিনার্সদের। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে উঠতে ভোলেনি এবারের ডুরান্ড জয়ীরা।
Another half coming up as we push for the opener 💪🏻🔥
Watch #ISL 2024-25 live on @jiocinema & @sports18 👉 https://t.co/MSUIFHhVl5#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/8HekETxJAi
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 8, 2024
বাগান রক্ষণে হানা দিয়ে গোল তুলে নেওয়ার সহজ সুযোগ পেয়েছিলেন নর্থইস্টের ভরসাযোগ্য মিডফিল্ডার মুথু মায়াকান্নান এবং জিথিন এমএস। তবে সঠিক সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বাগান ডিফেন্ডার টম অলড্রেড। যারফলে এখনও গোলের মুখ খোলা সম্ভব হয়নি হাইল্যান্ডার্সদের। তাছাড়া এদিন প্রথম থেকেই বাগান ফুটবলারদের নজরে রয়েছেন মরোক্কান তারকা আলাউদ্দিন আজিরেই। বল পায়ে তিনি যথেষ্ট দক্ষতা দেখালেও বেশ কয়েকবার আটকে যেতে হয় আশিষ রাই এবং সাহাল আব্দুল সামাদের কাছে।
তারপর প্রথমার্ধের শেষ কোয়ার্টারে চাপ বাড়িয়ে আক্রমণে উঠে আসতে শুরু করে বাগান ব্রিগেড। এক্ষেত্রে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে দুরপাল্লার শট নিয়েছিলেন এই তারকা। কিন্তু অনায়াসেই সেই শট প্রতিহত করেন গুরমিত সিং। যারফলে প্রথমার্ধের শেষে বজায় থাকে অমীমাংসিত ফলাফল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রবল চাপ বাড়াতে মরিয়া উভয় পক্ষ।