আইএসএলের প্রথম লেগে কবে ও কাদের মুখোমুখি হবে মোহনবাগান

Mohun Bagan Super Giant

আজ প্রকাশিত হয়েছে নয়া আইএসএল (ISL 2023) ৃমরশুমের সময় সূচী। যেখানে প্রথম ম্যাচ আয়োজিত হতে চলেছে কোচির বুকে। আর কেরালার প্রতিপক্ষ হিসেবে থাকছে বেঙ্গালুরু এফসি। তার ঠিক একদিন পরেই অর্থাৎ ২৩ সেপ্টেম্বর যুবভারতী স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নেমে নিজেদের অভিযান শুরু করার কথা সবুজ-মেরুন ব্রিগেডের। বর্তমানে সেই নিয়েই যথেষ্ট উন্মাদনা দেখা দিয়েছে বাগান সমর্থকদের মধ্যে। তবে এরপরঠিক কবে ও কাদের সাথে খেলতে নামবে মোহনবাগান দল? দেখেনিন এক নজরে।

সূচী অনুসারে আগামী ২৩ সেপ্টেম্বর পাঞ্জাব দলের সঙ্গে খেলার পর আগামী ২৭ তারিখ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। সেটিও আয়োজিত হবে মোহনবাগানের ঘরের মাঠে। তারপর বাইরের মাঠে প্রথম খেলা রয়েছে ৭ই অক্টোবর। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সেদিন চেন্নাইন এফসির মুখোমুখি হবে হুয়ান ফেরেন্দোর ছেলেরা।

   

এরপর রয়েছে বহু প্রতিক্ষিত ২৮ তারিখ। যেদিন যুবভারতীতে ফের মুখোমুখি হবে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই দিনের দিকে ও নজর রয়েছে প্রত্যেকের। সেই ম্যাচের পর কিছুদিন বিশ্রাম নিয়ে ১লা নভেম্বর ফের অ্যাওয়ে ম্যাচ। যেখানে জামশেদপুর এফসির মুখোমুখি হবে মেরিনার্সরা।

তার পরে ডিসেম্বরে ঠাসা ম্যাচ। প্রথমেই ২রা ডিসেম্বর হায়দরাবাদ এফসির ঘরের মাঠে খেলবে মোহনবাগান। সেই ম্যাচের পর নিজেদের ঘরের মাঠে সার্জিও লোবেরার ওডিশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান। ১৫ ডিসেম্বর ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে তারা খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। ২০ ডিসেম্বর মুম্বাই এরিনায় বাকিংহ্যামের মুম্বাই সিটির সাথে খেলার পর ২৩ ও ২৭ ডিসেম্বর নিজেদের ঘরের মাঠে এফসি ও কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। এভাবেই শেষ হবে টুর্নামেন্টের প্রথম লেগ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন