বর্তমানে “সুপার সাব” হিসেবে নিজের একটা পরিচয় তৈরী করেছেন তিনি। তবে সেই ছকে বাঁধা পরিচিতি ভেঙে মূলত দেশ হোক অথবা ক্লাব, যেখানেই খেলবেন, সেখানেই প্রথম একাদশে থাকার ইচ্ছা প্রকাশ করলেন দেশের সুনীল ছেত্রীর উত্তরসূরী ইশান পান্ডিতা (Ishan Pandita)।
জানা গিয়েছে বছর ২৪ এর এই স্ট্রাইকার রীতিমতো পড়াশোনা করেছেন কলকাতার ফুটবল নিয়ে।এবং তার পর থেকেই ভারতের অন্যতম এই ফুটবল পীঠস্থানের কোনও ক্লাবে খেলতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
এখনও অবধি পান্ডিতা’র কেরিয়ারের ৮০ শতাংশ গোল এসেছে ৭৫ মিনিটের পর ।তাই “সুপার সাব” হিসেবে ক্রমশ বিখ্যাত হয়ে উঠেছেন তিনি। এইমুহুর্তে কলকাতার কোনও ক্লাবে খেলার কোনও রকম প্রস্তাব তার কাছে না থাকলেও ভবিষ্যতে পেলে অবশ্যই এবিষয়ে ভাবনা চিন্তা করবেন বলেই মত তার।শেষ মরশুম ছিলেন জামশেদপুর এফসি’তে,ক্লাবের সাথে তার একবছরে চুক্তি থাকলেও, কেরালা ব্লাস্টার্স তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।