টিম ইন্ডিয়ায় কামব্যাক ঈশানের? মানতে হবে বোর্ডের ‘বিশেষ শর্ত’!

টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান (Ishan Kishan) বিগত কয়েকমাস ধরে ভারতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন। এবার তিনি দলে যে কোনও মূল্যে ফিরতে চান।…

Ishan Kishan

টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান (Ishan Kishan) বিগত কয়েকমাস ধরে ভারতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন। এবার তিনি দলে যে কোনও মূল্যে ফিরতে চান। অন্যদিকে, শোনা যাচ্ছে যে নির্বাচকরাও ঈশানের জন্য কিছুটা হলেও নরম মনোভাব গ্রহণ করেছেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করতে হলে ঈশানকেও বোর্ডের কিছু শর্ত মেনে নিতে হবে। ভারতের এই উইকেটকিপার ব্যাটারকে জাতীয় ক্রিকেট দলে কামব্যাক করার আরও একটি সুযোগ নির্বাচকরা দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেই ঈশানকে আবারও টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হবে।

শেষ সুযোগ পেতে পারেন ঈশান্ত শর্মা
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি খবর অনুসারে, নির্বাচক কমিটির পক্ষ থেকে ঈশানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করলেই টিম ইন্ডিয়ার দরজা খুলে দেওয়া হতে পারে। চলতি বছর জানুয়ারি মাসের পর থেকেই ভারতীয় ক্রিকেট দলে ঈশানকে আর দেখতে পাওয়া যায়নি। এরপর বিসিসিআই যখন তাঁকে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকেও বাদ দেয়, তখন ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হতে শুরু করেছিল। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে জঘন্য পারফরম্যান্সের পর টি-২০ বিশ্বকাপের স্কোয়াডেও তাঁকে রাখা হয়নি।

   

ইতিপূর্বেও নির্বাচকরা একই কথা বলেছিলেন। তিনজন বড় ক্রিকেটার ছাড়া টিম ইন্ডিয়ার প্রত্যেককেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। অবশ্যই যখন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি থেকে সময় পাওয়া যাবে। এমনকী, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহও এই ব্যাপারটি স্পষ্ট করে দিয়েছিলেন। কিন্তু, ঈশান ইতিপূর্বে এই কথায় একেবারে কর্ণপাত করেননি। শোনা যাচ্ছে, এবার তিনি বুচিবাবু টুর্নামেন্ট এবং দলীপ ট্রফিতে খেলতে নামবেন। এটা ঈশানের কাছে ভারতীয় ক্রিকেট দলে প্রবেশ করার যে শেষ ছাড়পত্র, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ঘরোয়া ক্রিকেট নজরকাড়া পারফরম্যান্স করলেই পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ভাবনাচিন্তা শুরু হবে। তবে ভারতীয় ক্রিকেট দলে ঋষভ পন্থ প্রত্যাবর্তন করার পর ঈশানের সামনে কামব্যাকের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে।