জটিলতা কাটিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হল ঈশান কিষানের

ঝাড়খণ্ডের এই তরুণ ব্যাটসম্যানের প্রতিভা নিয়ে সন্দেহ নেই। তিন ফরম্যাটেই তিনি হতে পারেন ভারতের ব্যাটিং লাইন আপের বড় নাম। সাদা বলে টপ অর্ডারে আর লাল…

Ishan Kishan Makes Long-Awaited Comeback, Set to Join India A Squad for Australia Tour

ঝাড়খণ্ডের এই তরুণ ব্যাটসম্যানের প্রতিভা নিয়ে সন্দেহ নেই। তিন ফরম্যাটেই তিনি হতে পারেন ভারতের ব্যাটিং লাইন আপের বড় নাম। সাদা বলে টপ অর্ডারে আর লাল বলে মিডল অর্ডারে টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতানোর সম্ভাবনা আছে তাঁর মাঝে। তবে প্রতিভা থাকলেও ঈশান কিষান আজ অজ্ঞাত কারণে জাতীয় দলে ‘ব্রাত্য’। তবে অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন (Ishan Kishan comeback India A Australia tour) করতে চলছেন এই উইকেটকিপার ব্যাটার। তবে প্রধান ভারতীয় দলে এখনই ফেরা হচ্ছে না তাঁর। আগামী অস্ট্রেলিয়া সফরের জন্য বিসিসিআই সম্প্রতি ঘোষণা করেছে ভারত ‘এ’ দল। যেখানেই নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন ভারতীয় ব্যাটার।

আগামী ২২ শে নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফির আসর। তাঁর আগেই বিসিসিআইয়ের নির্দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় এ দল। এই দলে রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এখানেই দীর্ঘদিন পর দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষান, যিনি গত কয়েক মাস ধরে দলের বাইরে ছিলেন এবং বেশ কিছু ম্যাচে বেঞ্চে বসতে হয়েছে। তার এই প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটের জন্য একটি বড় খবর।

   

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ১৫ সদস্যের দলটি অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দুইটি প্রথম-শ্রেণির ম্যাচ খেলবে এবং একটি তিন দিনের ইন্ট্রা-স্কোয়াড ম্যাচে অংশ নেবে। এই ম্যাচগুলোর মাধ্যমে দলটি তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবে এবং অভিজ্ঞতা সঞ্চয় করবে।

এএফসিতে নেই মোহনবাগান, দলের কাছে বড় চ্যালেঞ্জ জানালেন অস্কার

ভারত ‘এ’ দলের স্কোয়াড:
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, নিতিশ কুমার রেড্ডি, দেবদত্ত পাড়িকল, রিকি ভুই, বাবা ইন্দ্রজিৎ, ঈশান কিষান (উইকেটকিপার), অভিষেক পোড়েল (উইকেটকিপার), মুকেশ কুমার, খলিল আহমেদ, যশ দয়াল, নবদীপ সাইনি, মানব সুতার এবং তানুশ কোটিয়ান।

সময়সূচি:
৩১ অক্টোবর – ৩ নভেম্বর: প্রথম প্রথম-শ্রেণির ম্যাচ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ – জিবিআরএ, মাকায়।
৭-১০ নভেম্বর: দ্বিতীয় প্রথম-শ্রেণির ম্যাচ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ – এমসিজি, মেলবোর্ন।
১৫-১৭ নভেম্বর: ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ বনাম টিম ইন্ডিয়া (সিনিয়র পুরুষ) – ওয়াকা, পার্থ।

চোট সমস্যায় দ্বিতীয় টেস্ট থেকেও ‘বাতিল’ উইলিয়ামসমন

প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে কে এল র্রাহুলকে নিয়ে বেশ সমস্যায় রয়েছে ভারতীয় দল। ঘরের মাঠে বাংলাদেশে সিরিজের পর চলতি নিউজিল্যান্ডের বিরূদ্ধেও রানের দেখা মেলেনি এই তারকা ব্যাটারের থেকে। সে দিক থেকে চলতি বুচিবাবু টুর্নামেন্ট, দলীপ ট্রফি এবং রঞ্জি ট্রফিতেও রান পেয়েছেন ঈশান। রুতুরাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই অস্ট্রেলিয়ার মাটিতে ভালো পারফরম্যান্স করতে পারলে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে কতখানি দলে শিকে ছিড়তে পারে তাঁদের ( Ishan Kishan comeback India A Australia tour); সেটাই এখন দেখার বিষয়।