শেষ মরসুমটা খুব একটা ভালোছিল না ওডিশা এফসির। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল টুর্নামেন্টের একের পর এক ম্যাচে। ধীরে ধীরে দল ঘুরে দাঁড়াতে শুরু করলেও আইএসএলের সুপার সিক্সে স্থান করে নেওয়া সম্ভব হয়নি। তাঁদের টেক্কা দিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে উঠে এসেছিল মুম্বাই সিটি এফসি। সেই হতাশা কাটিয়ে গত কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল প্রথম ম্যাচেই। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সেইসব ভুলে আগামী ফুটবল মরসুমের জন্য বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছিল জগন্নাথের রাজ্যের এই দল।
Also Read | কলিঙ্গ সুপার কাপে জয়ী পাঁচ কোচের সাফল্যের ইতিহাস জানুন
এক্ষেত্রে নয়া ফুটবলার সই করানোর পাশাপাশি দলের বেশকিছু ফুটবলারদের বিদায় জানাতে মরিয়া ছিল এই ফুটবল দল। সেইমতো গত কয়েক মাসে একাধিক ফুটবলারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ক্লাব। সময়ের সাথে সাথেই দীর্ঘ হয়েছে সেই তালিকা। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর ওডিশা এফসির এক ভারতীয় উইঙ্গারের দিকে নজর পড়েছে ইন্ডিয়ান সুপার লিগের দুই ফুটবল ক্লাবের। তিনি ইসাক ভানলালরুয়াতফেলা (Isak Vanlalruatfela)। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে ক্লাবের।
Also Read | ধেয়ে আসছে দুর্যোগ! সপ্তমীর সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল তিলোত্তমা
পরবর্তীতে পারফরম্যান্সের ভিত্তিতে তা বাড়ানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। তবে আসন্ন সুপার কাপের আগেই তাঁর দিকে নজর রয়েছে দুই শক্তিশালী ফুটবল ক্লাবের। যার মধ্যে উঠে আসতে শুরু করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের নাম। এছাড়াও নাকি আগ্ৰহী পাঞ্জাব এফসি। তবে বছর চব্বিশের এই মিজো ফুটবলারকে আদৌও ওডিশা এফসি ছাড়তে রাজি হয় কিনা সেটাই দেখার বিষয়। গত ফুটবল সিজনে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলে মোট কুড়িটি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার।
যার মধ্যে তিনটি গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট ছিল এই তারকার। সবদিক মাথায় রেখেই তাঁর উপর নজর রয়েছে একাধিক ক্লাব।
🔑 Isaac Vanlalruatfela Odisha FC,ISL Transfer Rumors 2025,East Bengal FC Signing Interest,Punjab FC Wingers Target,