চলতি ফুটবল মরসুমের শুরু থেকেই দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। হায়দরাবাদ এফসিকে পরাজিত করার পর সেই ধারা বজায় রেখেই হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে হারিয়েছিল জোসে মোলিনার ছেলেরা। যারফলে গত বছরের মতো এবার ও ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। বর্তমানে যা পরিস্থিতি তাতে প্রতিপক্ষ দল গুলির তুলনায় পয়েন্টের নিরিখে ও অনেকটাই এগিয়ে রয়েছে গতবারের শিল্ড জয়ীরা।
তবে গত দুইটি ম্যাচ ধরে খুব একটা ভালো পারফরম্যান্স নেই সবুজ-মেরুনের। অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির পাশাপাশি আটকে যেতে হয়েছে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসির কাছে। যা নিয়ে এখন খুব একটা খুশি নয় বাগান সমর্থকরা। আগামী সোমবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসি বিপক্ষে খেলতে নামবে মেরিনার্সরা। গত দুইটি ম্যাচের হতাশা ভুলে এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে নিজেদের আরও এগিয়ে নিয়ে যেতে চাইবেন জেমি ম্যাকলারেনরা।
তবে এই ম্যাচে সবুজ-মেরুন গোলরক্ষক বিশাল কাইথের খেলা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক ধোঁয়াশা। বলাবাহুল্য, গত ম্যাচে চেন্নাইয়িন এফসির বিপক্ষে খেলতে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন জাতীয় দলের গোলরক্ষক বিশাল কাইথ। বুকে ব্যাথার সমস্যা দেখা দিয়েছিল এই ফুটবলারের। সেজন্য পরবর্তীতে মূল দলের সাথে অনুশীলনের বদলে সাইড লাইনেই অনুশীলন করতে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে ও বলতে গেলে সম্পূর্ণ ফিট নয় বিশাল কাইথ। মেডিকেল টিমের তরফে তাঁকে ফিট পরিকল্পনা থাকলেও সেটা আদৌও কতটা কার্যকরী হয়ে সেটাই দেখার বিষয়।
কিন্তু বিশাল কাইথের মত দক্ষ গোলরক্ষকের অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলতে পারে দলের তিন কাঠিতে। বলাবাহুল্য, বিগত কয়েক সিজন ধরেই যথেষ্ট দক্ষতার সঙ্গে বাগান দুর্গ সামাল দিয়ে আসছেন এই ভারতীয় গোলরক্ষক। তাঁর হাত ধরেই একের পর এক খেতাব জয় করেছে ময়দানের এই প্রধান।