এবার কি তবে অভিনয় করবেন মহারাজ! জল্পনা তুঙ্গে।

সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মহারাজা। তাকে নিয়ে বাঙালি তথা গোটা ভারতবর্ষের উত্তেজনার শেষ নেই। তাকে নিয়ে এবার জল্পনা উঠেছে যে সৌরভ নাকি সিনেমায় অভিনয় করছেন। তবে…

Sourav Ganguly

সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মহারাজা। তাকে নিয়ে বাঙালি তথা গোটা ভারতবর্ষের উত্তেজনার শেষ নেই। তাকে নিয়ে এবার জল্পনা উঠেছে যে সৌরভ নাকি সিনেমায় অভিনয় করছেন। তবে সৌরভের তরফ থেকে এখনো কোনো কিছুই জানানো হয়নি এই বিষয়ে।

Advertisements

এই জল্পনা শুরু হয় সৌরভের এক অনুরাগীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। পোস্টটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ছবি এবং তাতে লেখা রয়েছে মেঘা ব্লকবাস্টার। আর তারপর থেকেই ক্রিকেট মহল তথা অভিনয় জগতে জল্পনা উঠেছে মহারাজের অভিনয় নিয়ে। ওই ফেসবুক পোস্টের ছবিতে দাবি করা হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় অভিনীত এবং ওহসিম প্রযোজিত ‘মেগা ব্লকবাস্টার’৷ এবং এও বলা হচ্ছে যে এই ছবির ট্রেলার বেরোবে ৪ঠা সেপ্টেম্বর। তবে সৌরভ এবং তার ম্যানেজমেন্টের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

বেশ কিছুদিন ধরেই সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে শোরগোল উঠেছিল। বলা হয়েছিল যে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।রণবীর নিজেই পড়ে তা সঠিক নয় বলে জানান। এরপর শোনা গিয়েছিল যে সৌরভ গাঙ্গুলী নিজেই তার নিজের ভূমিকায় অভিনয় করবে। এছাড়া এই সিনেমায় সৌরভ গাঙ্গুলী ছাড়া রয়েছেন রোহিত শর্মা, রনবির সিং, দীপিকা পাড়ুকোনের একাধিক পরিচিত মুখ। কিন্তু এই পুরোটাই এখন সৌরভের অনুরাগীদের কল্পনা মাত্র। এখনো কারো তরফ থেকেই এই বিষয়ে কিছু বলা হয়নি। অনেকে আবার মনে করছেন মেগা ব্লকবাস্টার হল সৌরভের বায়োপিকের একটি অংশ। এখন ৪ ই সেপ্টেম্বর এর অপেক্ষায় দর্শক। এইদিন যদি এই সিনেমার ট্রেলার বের হয় তবেই পুরো সত্যতা জানা যাবে।