ATK Mohun Bagan: সবুজ-মেরুন জার্সি ছাড়তে চলেছেন জনি কাউকো? জানুন বিস্তারিত

Joni Kauko

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তারকা বিদেশি ফুটবলার জনি কাউকো (Joni Kauko) যে চোটের কারণ চলতি মরশুম থেকে ছিটকে গেছেন সেই খবর আমরা জেনেছি সকলে। এবার জনির চোট সম্পর্কে বড়ো আপডেট বেড়িয়ে এলো।সম্প্রতি সাংবাদিক হ‍্যারি আওলা একটি ট‍্যুইট করে জানিয়েছিলেন

খুব শীঘ্রই হাঁটুর অপারেশন হবে কাউকোর।আর তারপর তার সেরে ওঠার প্রক্রিয়াটা আরও দীর্ঘতর । কারণ পুরোপুরি ফিট হয়ে উঠতে যে কাউকোর বিস্তর সময় লাগবে সেই কথা বলাই বাহুল‍্য।

   

Joni Kauko

এবার সবচেয়ে বড়ো প্রশ্ন হলো এই চোট সারিয়ে কি কাউকো ভারতে ফিরবেন,নাকি ইন্টারে ? এখানে ইন্টার বলতে জনি কাউকোর দেশ ফিনল্যান্ডের প্রথম সারির ক্লাব ইন্টার টুর্কের কথা বলা হয়েছে।২০০৯-১০ মরশুমে এই ক্লাবেই খেলতেন জনি।প‍্যারার শুরুতে যে প্রশ্নের অবতারণা হয়েছে, তা তুলেছিলেন সংশ্লিষ্ট সাংবাদিক।

Joni Kauko

তিরির মতো কাউকোর চোট সারানোর জন্যে যে বিপুল পরিমাণে খরচা হচ্ছে তা বহন করছে এটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্ট।২০২৩ সালের মে মাস অবধি কাউকোর এটিকে মোহনবাগানের সাথে চুক্তি রয়েছে।ব‍্যক্তিগত মতানুযায়ী কাউকোর সাথে হয়তো নিয়মিত ভাবে যোগাযোগ রেখে চলেছে এটিকে মোহনবাগান টিম ম‍্যানেজমেন্ট।তিনি সুস্থ হয়ে উঠলেই তাকে হয়তো নতুন চুক্তি পাঠানো হতে পারে।এছাড়া কাউকো যখন বাগান শিবির ছেড়েছিলেন তখন বলেছিলেন তিনি ফের ফিরে আসবেন এটিকে মোহনবাগান শিবিরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন