বুমরাহ কি আদৌ ফিট ? চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রেখেও ধোঁয়াশায় নির্বাচকরা 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে করেছে বিসিসিআই। প্রত্যাশিতভাবেই সেই দলে রাখে হয়েছে দেশের সেরা পেসার জশপ্রীত বুমরাহকে (Jasprit…

Jasprit Bumrah to Lead India in Border-Gavaskar Trophy First Test Against Australia

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে করেছে বিসিসিআই। প্রত্যাশিতভাবেই সেই দলে রাখে হয়েছে দেশের সেরা পেসার জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। কিন্তু ২০ শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে তিনি আদৌ নামবেন নামতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। নির্বাচক  প্রধান অজিত আগরকর পুরোপুরি এই সন্দেহের জ্বাল দূর করতে পারেননি। এবিষয়ে তিনি বললেন ,”আমি আশা করছি বুমরাহ সময়মতো ফিট হয়ে উঠবেন।”

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে মাত্র ৩ জন প্রেসার রাখা হয়েছে। বুমরাহ, মহম্মদ শামি এবংজন অর্শদীপ সিং। তবে বুমরাহর ফিটনেস নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে কোনওরকম বার্তা দিতে পারেননি আগরকর।
তিনি বলেন, “আমার আশা বুমরাহ ফিট হয়ে যাবে। যদি সে ফিট হতে না পারে, তাহলে এ নিয়ে ভাবা যাবে।” আগরকরের বক্তব্য, “হাতে আরও পাঁচ সপ্তাহ সময় আছে। আমরা এই পাঁচ মাসে আরও স্পষ্ট ধারণা পাব বুমরাহর ফিটনেস নিয়ে।” তবে বুমরাহ যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলবেন না এবিষয়ে অবশ্য এদিন স্পষ্ট করে দিয়েছেন আগরকর। ওই সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে হর্ষিত রানাকে।

   

উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠ ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। ৮ রানে শূন্য রান করেন তিনি । দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি পিঠে ব্যাথার কারণে। বর্তমানে চোট কতখানি গুরুতর, তার উপরে নির্ভর করছে আগামী দিনে তাঁর মাঠে নামা। মনে করা হয় দল ঘোষণার সময় বুমরাহর ফিটনেস নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেবেন নির্বাচকরা। কিন্তু এদিন আগরকরের বক্তব্যেও স্পষ্টতা পাওয়া গেল না। তিনি মেনে নিলেন, বুমরাহ ঠিক কবে ফিরবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।এ নিয়ে বোর্ডের মেডিক্যাল টিমের সঙ্গে পরামর্শের প্রয়োজন আছে বলে স্বীকার করেছেন তিনি।
এদিকে এদিন দল ঘোষণার সময় মহম্মদ শামির ফিটনেসের প্রসঙ্গও ওঠে। ২০২৩ বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি আর গায়ে চাপাননি শামি। কিন্তু এদিন নির্বাচকরা জানিয়ে দিয়েছেন, শামি ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস প্রমাণ করেছেন। সৈয়দ মুস্তাক আলি খেলেছেন। ওঁর গুণমান নিয়ে আমাদের মধ্যে কোনও সংশয় কোনও কালেই ছিল না। ওর অভিজ্ঞতাও ভীষণ মূল্যবান।