হার্দিক-নাতাশার সম্পর্কের ফাটলের জন্য দায়ী কে? জল্পনায় সমাজমাধ্যম

hardik natasha

২০২০-তে অতিমারী সময় কালীন বিয়ে করেন হার্দিক পাণ্ড্য(Hardik Pandya) এবং নাতাশা স্তানকোভিচ। (Natasha Stankovic) সম্প্রতি বিয়ের ছবিগুলি নিজের ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দেন নাতাশা। (Natasha Stankovic) এরপরেই সমাজ মাধ্যমে শুরু হয় বিবাহবিচ্ছেদের জল্পনা। এর পরেই শরীরচর্চা প্রশিক্ষক আলেকজ়ান্ডারকে একদিন নাতাশার সঙ্গে একটি কফি শপে দেখা যায়। এর আগে শোনা গিয়েছিলো আলেক্সান্ডার ছিলেন দিশা পাটনীর (Disha Patani)প্রেমিক।

Advertisements

এরপরই আলেক্সান্ডারকে ট্রল করতে শুরু করেন হার্ডিকের অনুরাগীরা। তারা অভিযোগ করেন দম্পতির মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে আলেক্সান্ডার এর প্রবেশের কারণেই অবনতি হয় তাদের সম্পর্কে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা এও অভিযোগ করেন যে টাইগার শ্রফ (Tiger Shroff) এবং দিশা পাটনীর (Disha Patani) সম্পর্ক ভাঙ্গনের পিছনেও রয়েছেন আলেক্সান্ডার ।

Advertisements

বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে এখনও কোনও মন্তব্য আসেনি হার্দিক বা নাতাশার তরফ থেকে। বিয়ের ছবিগুলি আবার ইনস্টাগ্রামে ফিরিয়ে এনেছেন নাতাশা। ফলেই অনুরাগীদের অনুমান বিবাহবিচ্ছেদের জল্পনাগুলি গুজবও হতে পারে। দম্পতির কাছ থেকে উত্তরের আশায় অপেক্ষায় সমাজমাধ্যম ব্যবহারকারীরা।