HomeSports Newsদুই তারকা ছাড়াই শক্তিশালী ভারত! ইরফানের একাদশে সুযোগ পেলেন কারা?

দুই তারকা ছাড়াই শক্তিশালী ভারত! ইরফানের একাদশে সুযোগ পেলেন কারা?

- Advertisement -

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহিতে এবং ফরম্যাট টি-টোয়েন্টি। ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে টুর্নামেন্ট, আর ১০ সেপ্টেম্বর ভারত (India Cricket Team) খেলবে তাদের প্রথম ম্যাচ আয়োজক সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় ভারত রয়েছে গ্রুপ ‘এ’তে, পাকিস্তান, ওমান ও আমিরশাহির সঙ্গে।

“মুম্বইচা রাজা, রোহিত…!” ভাইরাল ভিডিয়োতে কি ঘটল? দেখুন

   

এরই মধ্যে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan) তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন এশিয়া কাপ ২০২৫ জন্য ভারতের সম্ভাব্য ‘সবচেয়ে শক্তিশালী একাদশ’। তাঁর বাছাই করা দলে রয়েছে একাধিক চমক। তবে সবচেয়ে বড় চমক, দলে নেই রিংকু সিং (Rinku Singh)। ব্যাট হাতে সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা এই বিস্ফোরক মিডল অর্ডার ব্যাটসম্যানকে একাদশের বাইরে রেখেছেন ইরফান।

ইরফান পাঠানের দলে ওপেনিংয়ে জায়গা পেয়েছেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখার পুরস্কার পেলেন অভিষেক। অন্যদিকে, সহ-অধিনায়ক হিসেবে গিলের অন্তর্ভুক্তি দলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মত ইরফানের।

নম্বর তিনে রাখা হয়েছে তিলক ভার্মাকে (Tilak Varma), যিনি ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন। চার নম্বরে রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), যার উপর এবার দলের নেতৃত্বের ভার।

ভারতের জয়ের চাবিকাঠি কারা? রাহানের তালিকায় জায়গা পেলেন ৫ তারকা

চমক এসেছে পাঁচ নম্বরে। অনেকেই ভেবেছিলেন, সঞ্জু স্যামসন (Sanju Samson) দলে সুযোগ পাবেন না গিলের অন্তর্ভুক্তির কারণে। তবে ইরফান তাঁকে রেখেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে। সঞ্জুর স্ট্রাইক রেট এবং চাপের মুহূর্তে খেলার ক্ষমতা তাঁকে দলে রাখার পক্ষে বড় কারণ বলে মত ইরফানের।

দলে দুই অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। দুজনেই ব্যাট এবং বল দুই বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, বিশেষ করে আরব আমিরশাহির মন্থর উইকেটে অক্ষর বড় ফ্যাক্টর হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নতুন অধিনায়ক পেল ভারত! শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করল BCCI

স্পিন বিভাগে ইরফান রেখেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও বরুণ চক্রবর্তীকে (Varun Chakaravarthy)। একজন চায়নাম্যান ও অন্যজন রহস্য স্পিনার জুটি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে সক্ষম। পেস আক্রমণে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অর্শদীপ সিং (Arshdeep Singh)।

ইরফান পাঠানের বাছাই করা একাদশ : অভিষেক শর্মা, শুভমন গিল (সহ-অধিনায়ক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী

Irfan Pathan Picks India Cricket Team Strongest XI For Asia Cup 2025

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular