কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই তাজিকিস্তানের বুকে কাফা নেশনস কাপের (CAFA Nations Cup 2025) দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল (ndia vs Iran)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ইরান। খাতায়-কলমে ব্লু-টাইগার্সদের থেকে অনেকটাই এগিয়ে প্রতিপক্ষ দল। এমনকি ফিফা তালিকা অনুযায়ী দেখলে প্রথম কুড়ির মধ্যেই রয়েছে এই দেশ। অর্থাৎ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্যতম প্রভাবশালী দলের সঙ্গে এবার খেলতে নামছে খালিদ জামিলের ছেলেরা। বলতে গেলে এক কঠিন লড়াই। তাঁদের বিপক্ষে গোল তুলে আনা কিংবা জয় সুনিশ্চিত করা যে একেবারেই সহজ হবে না সেটা ভাল মতই জানেন খালিদ।
Also Read | কখন শহরে আসছে ইস্টবেঙ্গলের ওমেন্স টিম? জানুন
সেভাবেই গোটা দলকে প্রস্তুত করেছেন তিনি। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই শক্তিশালী তাজিকিস্তানকে তাঁদের ঘরের মাঠে পরাজিত করেছে গুরপ্রীত সিং সান্ধুরা। যারফলে প্রায় ১৭ বছর পর এই দলের বিপক্ষে জয় পেয়েছে ইন্ডিয়ান ফুটবল টিম। তাছাড়া এই টুর্নামেন্টের মধ্য দিয়েই জাতীয় দলে নিজের কাজ শুরু করেছেন ভারতীয় কোচ। স্বাভাবিকভাবেই নিজের সবটা উজাড় করে চমকপ্রদ পারফরম্যান্স এনে দেশীয় ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফুটানোই অন্যতম লক্ষ্য থাকবে ভারতীয় ক্লাব ফুটবলের এই সফল কোচের। উল্লেখ্য, ভারতের মতোই নিজেদের প্রথম ম্যাচে জয় লাভ করেছিল ইরানের জাতীয় দল।
Also Read | এই দাপুটে ফরোয়ার্ডকে দলে পাবে না ইরান, বাড়তি অ্যাডভান্টেজ ভারতের
তাঁরা পরাজিত করেছিল দুর্বল আফগানিস্তানকে। এবার সেই ধারাবাহিকতার বজায় রাখার লক্ষ্য থাকবে দলের ফুটবলারদের। যদিও তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি এই ম্যাচ খেলতে না পারলেও তাঁর বিকল্প হিসেবে একাধিক ফুটবলার রয়েছে ইরানের স্কোয়াডে। এছাড়াও প্রয়োজন মতো দলের এক দাপুটে উইঙ্গারকে মাঠে নামাতে পারেন প্রতিপক্ষ দলের কোচ। তিনি আলিরেজা জাহানবাখশ (Alireza Jahanbakhsh)। উল্লেখ্য, গত আফগানিস্তান ম্যাচে তাঁকে রিজার্ভেই রেখেছিলেন প্রতিপক্ষ দলের কোচ। কিন্তু ভারতের রক্ষণভাগে ফাটল ধরাতে তাঁকে নামানোর কথা ভাবতে পারেন কোচ।
এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তিনি না খেললেও সুযোগ মতো নিজেকে মেলে ধরতে যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন বত্রিশ বছরের এই উইঙ্গার। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে চিন্তায় ফেলে দিতে পারে ভারতীয় শিবিরকে। তবে প্রতিপক্ষ দলের উপর নজর রেখেই হয়তো সাফল্যের ব্লু প্রিন্ট তৈরি করেছেন খালিদ জামিল।