ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) কাছে ইসরায়েলের ফুটবল ফেডারেশনকে বরখাস্ত করার অনুরোধ জানিয়েছে। ইরানের ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এক বিবৃতিতে ইরান ফিফাকে ইসরায়েলি ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে পুরোপুরি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ নিয়ে ইরান এ আহ্বান জানিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাস জঙ্গিদের হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধে প্রায় ১ হাজার ১৬০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর জবাবে ইসরায়েল বলেছে, তারা হামাসকে নিশ্চিহ্ন করে দেবে। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে অন্তত ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
হামাসের হামলায় সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান। ইসলামিক প্রজাতন্ত্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং ইরানী ও ইসরায়েলি ক্রীড়াবিদদের মধ্যে সমস্ত যোগাযোগ নিষিদ্ধ করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সে সময় জানিয়েছিল, গত বছরের আগস্টে পোল্যান্ডে একটি ইভেন্টে ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে করমর্দনের দায়ে ভারোত্তোলক মুস্তাফা রাজেইকে আজীবন নিষিদ্ধ করা হয়।
ইরান ভারোত্তোলন ফেডারেশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিনিধি দলের প্রধান হামিদ সালেহিনিয়াকেও বরখাস্ত করেছে। ২০২১ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পদক গ্রহণের জন্য অ্যাথলেটদের ‘অপরাধী’ সরকারের প্রতিনিধিদের সঙ্গে করমর্দন না করার আহ্বান জানিয়েছিলেন। প্যালেস্টাইন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহি সহ মধ্যপ্রাচ্যের ফুটবল অ্যাসোসিয়েশনও গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের কারণে ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য বিশ্ব ফুটবল প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে।