IPL2022: টুপি বদলে যায়

২৬শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL2022)। প্রতিবছরেই আইপিএলে কোন না কোন পরিবর্তন লক্ষ্য করা যায়। এবারও হেরফের হল না সেই পরম্পরার। এবার বদল আসতে…

২৬শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL2022)। প্রতিবছরেই আইপিএলে কোন না কোন পরিবর্তন লক্ষ্য করা যায়। এবারও হেরফের হল না সেই পরম্পরার। এবার বদল আসতে চলেছে ‘পার্পেল’ এবং ‘ অরেঞ্জ’ ক্যাপের নামে।

Advertisements

এর আগে আইপিএল-এ নানান বদল চোখে পড়েছে। যেমন কখনো নিয়মের হালকা হেরফের হয়েছে, কখনও বদলে গিয়েছে পুরস্কারমূল্যের অর্থ। কখনও চালু হয়েছে স্ট্র্যাটেজিক টাইম আইটের মতন অভিনব পদ্ধতি। আইপিএলের এক মরশুমে সর্বাধিক উইকেট প্রাপকের মাথাতে উঠে ‘পার্পেল ক্যাপ’ এবং সর্বোচ্চ রান সংগ্রাহকের মাথায় উঠে ‘ অরেঞ্জ ক্যাপ’।

   

জানা গেছে, আইপিএলে ‘অরেঞ্জ’ ও ‘পার্পেল’ ক্যাপের নামের সামনে জুড়তে চলেছে বিনিয়োগকারীর নাম। আগামী মরশুম থেকে এই দুই টুপির স্পনসর হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সৌদি আরবের তেল সংস্থা অ্যারামকো। ফলে আগামী মরশুম থেকে এই দুই পুরস্কারের নাম বদলে হবে অ্যারামকো অরেঞ্জ ক্যাপ ও অ্যারামকো পার্পল ক্যাপ। 

বিসিসিআই-এর তরফেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিসিসিআইয়ের সূত্রের খবর, ভারতীয় মুদ্রায় ৬৫ কোটি টাকা করে প্রতিটা টুপির জন্য স্পনসর করছে অ্যারামকো।