কলকাতার পুজো মণ্ডপে চমক! ট্রফির স্বাদ দর্শনার্থীদের

বাংলা ভাষায় প্রবাদ আছে রথ দেখতে এসে, কলা বেচা। এবার তেমনটাই হল কলকাতার দুর্গা পুজোয় (Kolkata Durga Puja) ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের সঙ্গে। মণ্ডপে দেবীর প্রতিমা দর্শনের পাশাপাশি দর্শন হয়ে গেল অইপিএল ট্রফির (IPL Trophy)। দেবীর বোধনের দিন কলকাতার উত্তর থেকে দক্ষিণের চারটি পুজো মণ্ডপে আইপিএলের ট্রফি (IPL Trophy) দেখার সুযোগ পেলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। কার্যত পুজোয় আইপিএল ট্রফি নিয়ে উৎসবে মেতে উঠল কেকেআর (KKR)।

আরও পড়ুন : petrol and diesel price today: পুজোর মরশুমে বাড়ল না পেট্রোলের দাম, স্বস্তি আমআদমির

   

দীর্ঘ একদশকের খরা কাটিয়ে আইপিএলে ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শেষ ২০১৪ সালে অধিনায়ক গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর (KKR)। এরপর ২০২৪ সালে তিনি দলের মেন্টর হিসেবে আইপিএল ট্রফি জিতে নেন।

আরও পড়ুন : IFA শুধু ইস্টবেঙ্গলের অভিভাবক? খোঁচা কুণাল ঘোষের

সেই সময় দেশ জুড়ে লোকসভা নির্বাচনের আচরণবিধি লাগু থাকায় জমকালো ভাবে সেলিব্রেশন করে ওঠা হয়নি কেকেআরের। এবার দুর্গা পুজোয় অভিনব সেলিব্রেশন করল শাহরুখ খানের দল। ট্রফি হাজির করাল একেবারে মা দুর্গার সামনে। একইসঙ্গে ট্রফি দেখার সুযোগ করে দেওয়া হল কেকেআর সমর্থক থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীদের জন্য।

ষষ্ঠীর শহরের উত্তর থেকে দক্ষিণ চারটি নামী পুজোয় ঘোরানো হল ট্রফি। চোরবাগান, বেলেঘাটা ৩৩ পল্লি, চেতলা অগ্রণী ও সুরুচি সংঘের পুজো মন্ডপে ঘন্টাখানেকের জন্য এই ট্রফি রাখা হয়েছিল। সেখানে দেখা গেল অভিনব চিত্র। দুর্গাপুজোর মণ্ডপে দেখা গেল মা দুর্গার পায়ের কাছেই রাখা হল কলকাতা নাইট রাইডার্সের আইপিএলজয়ী ট্রফি। নিজেদের বাংলার শ্রেষ্ঠ উৎসব থেকে সরিয়ে রাখতে পারল না নাইট শিবির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleলঞ্চ করল মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 চিপসেট ,  যার এআই  বৈশিষ্ট  ফোনকে করবে শক্তিশালী 
Next articleপুজো দেখতে শহরে আসছেন নাড্ডা-শাহেরা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।