রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়ল শ্রেয়সের দল

প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার (Punjab Flood) কবলে পড়েছে পঞ্জাব (Punjab)। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে। রাজ্যের ২৩টি জেলার প্রতিটিই ক্ষতিগ্রস্ত, যার…

IPL team Punjab Kings announces donate 33.8 lakh to support relief in Punjab Flood

প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার (Punjab Flood) কবলে পড়েছে পঞ্জাব (Punjab)। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে। রাজ্যের ২৩টি জেলার প্রতিটিই ক্ষতিগ্রস্ত, যার মধ্যে প্রায় ১২০০ গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ঘরছাড়া কয়েক লক্ষ মানুষ, মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। এমন ভয়াবহ পরিস্থিতিতে এগিয়ে এল আইপিএলের (IPL) জনপ্রিয় দল পঞ্জাব কিংস (Punjab Kings)।

৪১ বছর বয়সে অবসর ভেঙে ২২ গজে ফিরছেন তারকা ক্রিকেটার

   

পঞ্জাব কিংস কর্তৃপক্ষ এবং দলের অন্যতম মালকিন অভিনেত্রী প্রীতি জিন্টা বন্যার্তদের সাহায্যার্থে ইতিমধ্যেই ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা ত্রাণ তহবিলে দান করেছেন। শুধু আর্থিক সাহায্য নয়, তারা হাত মিলিয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে, যাতে ত্রাণসামগ্রী ও পানীয় জল সঠিকভাবে দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া যায়। ‘টুগেদার ফর পঞ্জাব’ নামক এক প্রকল্পের অধীনে চলছে এই মানবিক কার্যক্রম।

সরকারি তথ্য অনুযায়ী, টানা বর্ষণে সৃষ্ট বন্যায় পঞ্জাবে ৩.৫ লক্ষের বেশি মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন। কয়েক হাজার পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তা, বাড়ি, কৃষিজমি এবং বিদ্যুৎব্যবস্থা। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং জরুরি ভিত্তিতে উদ্ধার ও পুনর্বাসন কাজ চালাতে বলেছেন।

ভারতের সম্ভাব্য একাদশে আধিপত্য তরুণদের, বাদ পড়বেন একাধিক অভিজ্ঞ! দেখুন এক নজরে

এহেন পরিস্থিতিতে দেশের নানা প্রান্ত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলেও, বিশেষ নজর কেড়েছে পঞ্জাব কিংস উদ্যোগ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা শুধু এখনই নয়, পরবর্তী কিছু সপ্তাহ ধরেও দুর্গতদের পাশে থাকতে চান।

Advertisements

প্রকল্পে অংশ নিয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন, হেমকুন্ত ফাউন্ডেশন এবং রাউন্ড টেবিল ইন্ডিয়া। এছাড়া, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে এক বৃহৎ তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি। এই অর্থ ‘দ্য গ্লোবাল শিখ চ্যারিটি’ নামক সংস্থার মাধ্যমে বন্যাদুর্গতদের সহায়তায় ব্যয় করা হবে।

টিকিটের দামে বিশেষ ছাড় আইসিসির, শ্রেয়ার কণ্ঠে সূচনা বিশ্বকাপের

এক বিবৃতিতে পঞ্জাব কিংস জানিয়েছে, “বিপর্যয়ের সময় শুধু সরকার বা একটি ফ্র্যাঞ্চাইজির পক্ষে সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা দেশের সহৃদয় নাগরিকদের কাছে আবেদন জানাই, আপনারা যে যা পারেন, দয়া করে এগিয়ে আসুন। একসঙ্গে আমরা পাঞ্জাবকে আবার গড়ে তুলতে পারি।”

IPL team Punjab Kings announces donate 33.8 lakh to support relief in Punjab Flood