HomeSports NewsIPL-এ হিরো, দেশের হয়ে জিরো! নিলামে দর কমতে পারে এই বিদেশির

IPL-এ হিরো, দেশের হয়ে জিরো! নিলামে দর কমতে পারে এই বিদেশির

- Advertisement -

স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। এই সিরিজে সবার চোখ জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) পারফরম্যান্সের দিকে ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪-এ আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে লাইমলাইটে এসেছিলেন। টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালেও অভিষেকের সুযোগ পেয়েছিলেন ফ্রেজার ম্যাকগার্ক। তবে তিনি ব্যাট হাতে এবার নিরাশ করলেন।

ফিরতে পারেন শামি, মাঠের বাইরে শ্রেয়স! এটা হতে পারে ভারতের প্রথম একাদশ

   

তিন ম্যাচে ২ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গিয়ে লজ্জার পরসিংখ্যানের সম্মুখীন হয়েছেন তিনি। প্রথম ও তৃতীয় ম্যাচে ম্যাকগার্ক শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরলেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রান করতে সক্ষম হন। ডেভিড ওয়ার্নারের অবসরের পর অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলে তাঁর উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। চলতি বছরের শুরুতে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় ম্যাকগার্কের। একই সঙ্গে টি-টোয়েন্টিতে অভিষেকের সুযোগ পেলেও ব্যাট হাতে চমক দেখাতে পারেননি তিনি।

প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচের দু’টিতে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন ম্যাকগার্ক। একই সঙ্গে অস্ট্রেলিয়া দলের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রে ম্যাকগার্ক এখন ট্রাভিস হেডের সঙ্গে চার নম্বরে রয়েছেন।

Sarfaraz Khan: ৪, ৪, ৪, ৪, ৪… মাত্র ১ বলের জন্য রেকর্ড হাতছাড়া করলেন সরফরাজ!

অস্ট্রেলিয়া দলকে ১১ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে। যেখানে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের কাছে নিজেকে প্রমাণ করার আরও একটি সুযোগ থাকবে। এই সিরিজের পরে উভয় দলের মধ্যে ৫ টি ওয়ানডে ম্যাচ খেলা হবে। ওডিআই সিরিজেও ম্যাকগার্ক দলের অংশ। আগামী বছরের আইপিএল মরশুমের আগে মেগা প্লেয়ার নিলাম হতে চলেছে। তার আগে ম্যাকগার্ক নিজের পরিচিত ফর্মে ফেরার চেষ্টা করবেন।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular