IPL: বিরাট-ম্যাক্সি জুটির রসায়নই আরসিবির সাফল্যের চাবিকাঠি

দরজায় কড়া নাড়ছে পঞ্চদশ আইপিএল (IPL)। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।…

IPL: বিরাট-ম্যাক্সি জুটির রসায়নই আরসিবির সাফল্যের চাবিকাঠি

দরজায় কড়া নাড়ছে পঞ্চদশ আইপিএল (IPL)। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এবারই প্রথম ১০ দলের আইপিএল আয়োজন হতে চলেছে। তাছাড়া করোনা পরবর্তী যুগে ফের ভারতের মাটিতে এই ক্রোড়পতি লিগ নিয়ে এবারও যেন উত্তেজনার পারদটা একটু বেশিই। তাই মেগা লড়াই শুরুর আগে বরং বিচার করা যাক দলগুলি কেমন হয়েছে, তাদের শক্তি-দুর্বলতা। এই প্রতিবেদনে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর চুলচেরা বিশ্লেষণ।

পুরো দল

   

ভারতীয় ব্রিগেড: বিরাট কোহলি, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, মহিপাল লোমরোর, সুয়াস প্রভুদেসাই, অনেশ্বর গৌতম, অনুজ রাওয়াত, লভনিত সিসোদিয়া, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, সিদ্ধার্থ কউল, চামা মিলিন্দ, আকাশ দীপ।

বিদেশি ব্রিগেড: ফাফ ডু প্লেসি, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, শেরফানে রাদারফোর্ড, জশ হ্যাজেলউড, জেসন বেহারেনডর্ফ।

সাফল্যের খতিয়ান: টুর্নামেন্টের ইতিহাসে তিনবার ফাইনালে উঠলেও, এখনও পর্যন্ত ট্রফি ঘরে তুলতে পারেনি আরসিবি। ২০১৬ সালে শেষ বার ফাইনাল খেলেছিলেন বিরাট কোহলিরা। তিনবারের রানার্সআপই আইপিএলে তাদের সাফল্যের খতিয়ান।

শক্তি: অধিনায়কত্বের বোঝা কাঁধে না থাকায় অনেকটা চাপমুক্ত হয়ে নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে পারবেন বিরাট। তাছাড়া বিশ্বকাপকে সামনে রেখে ফর্মে ফিরতে মরিয়া থাকবেন তিনি। বিরাট ছাড়া ম্যাক্সি দলের ব্যাটিং লাইনআপের বড় শক্তি। নিজের দিনে যে কোনও বোলারকে ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই অজি তারকার। হাসারাঙ্গা, কার্তিকরা থাকায় লোয়ার মিডল অর্ডারেরও ম্যাচ জেতানোর যথেষ্ট ক্ষমতা থাকবে।

দুর্বলতা: পালিক্কাল, চাহাল, ডিভিলিয়ার্সদের মতো তারকাদের অভাব বেশ ভালো মতো টের পাবে আরসিবি। বিরাট ছাড়া ব্যাটিং লাইনআপে কোনও ভারতীয় তারকা নেই। কার্তিক নিজের সেরা সময় পিছনে ফেলে এসেছেন। নিলামে মোট ২২ জন ক্রিকেটারকে দলে নেওয়ায় হাতে বিকল্পও বেশ কম। ফাফ-বিরাট-ম্যাক্সওয়েল, এই ত্রয়ী ব্যর্থ হলে ব্যাটিং লাইনআপে ধস নামার সম্ভাবনা রয়েছে। স্পিন বিভাগে চাহালের বিকল্প নেই। কর্ণ শর্মা বা শাহবাজদের ওপরই ভরসা রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে। হর্ষল ছাড়া ভালো মানের ভারতীয় পেসারেরও অভাব রয়েছে দলে। সিরাজ টি-টোয়েন্টি স্পেশালিস্ট নন। সিদ্ধার্থের ধারাবাহিকতার চূড়ান্ত অভাব রয়েছে। ফলে প্রথম একাদশ গড়তেই বেশ হিমসিম খেতে হবে আরসিবিকে।

নজরে যাঁরা

বিরাট কোহলি: সাফল্যের জন্য কোহলির দিকেই তাকিয়ে থাকবেন সমর্থকরা। ফর্মে ধারেকাছে নেই বিরাট। তবে শুধু আরসিবি ভক্তরাই নন, সমগ্র ভারতবাসী হয়তো চাইবেন বিরাট ফর্মে ফিরুক। কারণ, সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গ্লেন ম্যাক্সওয়েল: একার হাতে ম্যাচের রঙ বদলে দিতে ম্যাক্সির জুড়ি মেলা ভার। যে কোনও পরিস্থিতি থেকে দলকে জেতাতে সক্ষম এই অজি অলরাউন্ডার। বল হাতেও কঠিন সময়ে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন। আরসিবির স্বপ্নের ফেরিওয়ালা এবার ম্যাক্সি হয়ে উঠতে পারেন কি না, সেদিকে নজর থাকবে সকলের।

ওয়ানিন্দু হাসারাঙ্গা: গতবার আইপিএলে কোনও লঙ্কান ক্রিকেটারকেই দলে নেয়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি। এবার সেই সংখ্যাটা একলাফে হয়েছে পাঁচ। যার মধ্যে শ্রীলঙ্কার সবথেকে উজ্জ্বল ক্রিকেটার হাসারাঙ্গা। ব্যাটে-বলে জাতীয় দলের হয়ে যেরকম ছন্দে রয়েছেন, তাতে আরসিবি সমর্থকরা বেশ উচ্ছ্বসিত তাঁকে নিয়ে।

প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ওয়ানিন্দু হাসারাঙ্গা/শেরফানে রাদারফোর্ড, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ, জশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।