IPL: পাখির মতো ছো মেরে ধরলেন বল, আলোচনায় নাইটদের নতুন ক্রিকেটার (ভিডিও)

কুড়ি বিশের ক্রিকেট (IPL) আসার পর ফিল্ডিংয়ের মান বেড়েছে উত্তরোত্তর। অনুশীলনের সময়েও জোর দেওয়া হয় ফিল্ডিংয়ে। সম্প্রতি এই ফিল্ডিং প্র্যাকটিস সংক্রান্ত একটি ভিডিও বাইরে এসেছে নাইট (KKR) সংসার থেকে। 

Advertisements

কলকাতা নাইট রাইডার্সের নতুন সদস্য অভিজিৎ তোমর। সাতাশ বছর বয়সী উদীয়মান ক্রিকেটার। মূলত ব্যাটসম্যান। রান করার পাশাপাশি দলের প্রয়োজনে যে রান আটকাতে পারেন সেটা বোঝাচ্ছেন অনুশীলনে। কেকেআর – এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় রিলিজ করা হয়েছে একটি ভিডিও। যার ক্যাপশনে লেখা, ” Is that a bird? Is that a plane? No guys, that is AbhijeetTomar”। 

   

 

Advertisements

<

p style=”text-align: justify;”>অর্থাৎ অভিজিৎ এর ফিল্ডিং দক্ষতা দেখে চমকিত নাইট শিবির। ডান দিকে শূন্যে ঝাঁপ দিয়ে এক হাতে বল করায়ত্ব করেছেন অভিজিৎ তোমর। যেন পাখির মতো!