IPL 2024: আইপিলের ফাইনাল মহারণ হতে পারে চেন্নাইয়ের মাঠে

CSK vs RCB IPL2024

আইপিএল ফাইনালের মহারণ হতে পারে চেন্নাইয়ের মাঠে! আগামী ২৬মে চেন্নাইয়ের ঘরের মাঠে আইপিএল ২০২৪ শেষ ম্যাচ খেলা হওয়ার সম্ভবনা প্রবল। একটি সংবাদ সংস্থার মতে, এখনও পর্যন্ত আইপিএল ২০২৪ অর্ধেক সূচী প্রকাশিত হয়েছে , বাকি সূচী খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে বলে খবর।

গত ২২ মার্চ শুরু হয়েছে আইপিএল ২০২৪। প্রতিবারেই আইপিএলের উন্মাদনা দ্বিগুন হয়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই আইপিএলের পারদ তরতর করে বাড়তে শুরু করেছে। লোকসভা ভোটের কথা মাথায় রেখে এইবার আইপিএলের সময়সূচী ঠিক করা হয়েছে। একটা সময় সময় শোনা গিয়েছিল ভোটের জন্য নাকি আইপিএল দেশের বাইরে হবে কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়ে বহালতবিয়তে আইপিএল শুরু হয়ে গিয়েছে।

   

আইপিএলের রীতি অনুসারে যে দল শেষবছর ফাইনাল যেতে সেই দলের ঘরের মাঠে প্রথম এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই হেতু চেন্নাইয়ের মাঠে ফাইনাল হতে চলেছে। আর এই বছর মহেন্দ্র সিংহ ধোনির শেষ আইপিএল তাই চেন্নাই জুড়ে আরও সাজো সাজো রব। সংবাদ সংস্থার সূত্রে আরও জানা গিয়েছে গুজরাটে হতে পারে নক আউট পর্যায়ের খেলা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন