HomeSports NewsIPL Auction : সিমরন হেটমায়ারকে রেকর্ড মূল্যে ঘরে তুলে চমক রাজস্থান রয়্যালস 

IPL Auction : সিমরন হেটমায়ারকে রেকর্ড মূল্যে ঘরে তুলে চমক রাজস্থান রয়্যালস 

- Advertisement -

২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) মেগা নিলামের প্রথম দিনে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে উঠে আসলেন ক্যারিবিয়ান ক্রিকেটার সিমরন ওডিলন হেটমায়ার। রাজস্থান রয়্যালস ৮.৫০ কোটি টাকায় ঘরে তুলেছে টপ অর্ডারের বাহাতি এই ব্যাটসম্যানকে।

শনিবার IPL নিলামের প্রথম দিন,রবিবারও চলবে এই নিলাম বেঙ্গালুরুতে। এদিন মনীশ পাণ্ডেকে তুলেছে নতুন ফ্রাঞ্চাইজি লক্ষৌ ৪.৬০ কোটি মূল্যে।গুজরাট টাইটান্স ২ কোটির মূল্যে তুলেছে জেসন রয়কে,এই ফ্রাঞ্চাইজি IPL নিলামে এই প্রথম অংশ নিচ্ছে।

   

এই প্রতিবেদন লেখার সময়ে স্টিভ স্মিথ,ডেভিড মিলার আনসল্ড নিলামে রয়েছে।বাংলাদেশের অল রাউন্ডার সাকিব অল হাসান এখন অবিক্রীত খেলোয়াড়। অন্যদিকে, চেন্নাই ড্যারেন ব্র‍্যাভোকে ৪.৪০ কোটি মূল্যে,দেবদূত পাড্ডিকলকে ৭.৭৫ কোটি মূল্যে রাজস্থান নিজেদের ঘরে তুলেছে।৮ কোটির মূল্যে নীতিশ রানা কলকাতা নাইট রাইডার্সের ঘরে উঠেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular