বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে ছাঁটাইয়ের পর বিরাট ঘোষণা শাহরুখের দলের

ipl-2026-mustafizur-rahman-dropped-from-kkr-bcci-decision

বাংলাদেশে সাম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির প্রভাব এবার এসে পড়ল ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলেও (IPL 2026)। সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, মৌলবাদী হিংসা ও সাম্প্রতিক কিছু মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বড় সিদ্ধান্ত নিল। সেই সিদ্ধান্তের ফলেই কলকাতা নাইট রাইডার্সের (KKR) স্কোয়াড থেকে বাদ পড়লেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজুর বাদ পড়তেই উচ্ছ্বসিত BJP, নেপথ্যে আবেগ না রাজনীতি?

   

বিষয়টি নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলল শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কেকেআর। বোর্ডের নির্দেশ মেনে তারা জানিয়ে দিয়েছে, সমস্ত নিয়মকানুন মেনেই মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া হয়েছে।

কেকেআরের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “আইপিএলের নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে আসন্ন মরশুমের দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বোর্ডের নির্দেশিকা অনুযায়ী আলোচনা করে এবং সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করেই সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, বিসিসিআই আমাদের বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতিও দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।”

মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে! নির্দেশ BCCI র

উল্লেখযোগ্যভাবে, চলতি মরশুমে আইপিএলের একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন মুস্তাফিজুর রহমান। রেকর্ড ৯.২ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক ধর্মীয় উত্তেজনা এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। কিছু হিন্দুত্ববাদী সংগঠন মুস্তাফিজুরকে দলে রাখার বিরোধিতা করে সরব হয়। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে কেকেআর মালিক শাহরুখ খানকে কটাক্ষ ও আক্রমণের মুখেও পড়তে হয়।

এর আগেই বিসিসিআই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছিলেন, “সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। তবে একই সঙ্গে বলা হয়েছে, প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় নিতে চাইলে বোর্ড তার অনুমতি দেবে।”

ISL অনিশ্চয়তার মাঝে ফিফার কাছে ‘বিস্ফোরক’ আবেদন প্রীতম-সুনীলদের

ক্রিকেট মাঠের বাইরের রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েন যে কীভাবে খেলাধুলার দুনিয়াতেও প্রভাব ফেলছে, মুস্তাফিজুর প্রসঙ্গ তারই এক সাম্প্রতিক উদাহরণ। এখন দেখার, কেকেআর কাকে বদলি হিসেবে দলে নেয় এবং এই বিতর্ক শেষ পর্যন্ত আইপিএলের পরিবেশে কতটা প্রভাব ফেলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন