নিলামের আগে সঞ্জীব গোয়েঙ্কার বিরাট ঘোষণা! উচ্ছ্বসিত জায়ান্টস সমর্থকরা

ipl-2026-lucknow-super-giants-appoint-new-assistant-coach-carl-crowe

আইপিএল নিলামের (IPL 2026) ঠিক আগে কোচিং স্টাফ সাজিয়ে নিচ্ছে লখনউ সুপার জায়ান্টস। ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে দলে টেনে নেওয়ার পরে, এবার কেকেআরের স্পিন বোলিং বিভাগের মুখ কার্ল ক্রোকে সহকারী কোচ হিসাবে নিয়ে এল সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি।

প্রকাশ্যে ভারত-পাক মহারণের দিনক্ষণ, কিন্তু কলকাতায় পেল এই বড় ম্যাচ!

   

মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে ক্রোকে দলে নেওয়ার খবর ঘোষণা করেছে লখনউ। ২০২৪ সাল থেকে কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর কোচিংয়েই আইপিএলের গত মরশুমে চমকে দেওয়া স্পিন জুটি বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন অসাধারণ সাফল্য এনে দেন কেকেআরকে। স্পিনারদের এই উত্থানের পিছনে ক্রোর বিশেষ প্রশিক্ষণ পদ্ধতির অবদান ছিল প্রবল। নেটে ইচ্ছে করে খারাপ বল করিয়ে চাপের মধ্যে নিয়ন্ত্রণ বাড়ানোর কৌশল তাঁর পরিচিত ট্রেডমার্ক।

বিশ্বের নানা টি-টোয়েন্টি লিগে সফল স্পিন বোলিং কোচ হিসাবে পরিচিত ক্রো কাজ করেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের টি২০ ব্লাস্ট, গ্লোবাল টি২০ কানাডার মতো প্রতিযোগিতায়। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলে জায়গা হয়নি তার, তবে কোচ হিসাবে তিনি প্রতিষ্ঠিত এবং সমাদৃত।

বিশ্বকাপে ভারত থেকে বঞ্চিত বাংলা, এমন কি ঘটল?

লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যেই নতুন মরসুমের পরিকল্পনা শুরু করেছে। কোচ জাস্টিন ল্যাঙ্গার, ক্রিকেট ডিরেক্টর টম মুডি, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজ়র হিসেবে কেন উইলিয়ামসন এবং সহকারী কোচ ল্যান্স ক্লুজ়নার। সব মিলিয়ে অভিজ্ঞতার মিশ্রণে তৈরি শক্তিশালী সাপোর্ট স্টাফ দলে যোগ দিলেন ক্রোও। বোলিং বিভাগে ভরত অরুণের পরে স্পিন বিভাগ এখন ক্রোর হাতে।

১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএলের ছোট নিলাম। তার আগেই নিজেদের প্রস্তুতি সারছে লখনউ। কয়েক দিন আগেই নিলাম পরিকল্পনার ছবি পোস্ট করেছিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা, যেখানে কোচিং দলের সঙ্গে ছিলেন গত মরসুমের অধিনায়ক ঋষভ পন্থও। ব্যর্থতার মরশুমের পরেও পন্থের প্রতি লখনউ ব্যবস্থাপনার ভরসা যে অটুট, সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছে ছবি। নতুন মরশুমে তাই আরও শক্তিশালী সাপোর্ট স্টাফ নিয়ে মাঠে নামতে প্রস্তুত লখনউ সুপার জায়ান্টস। এবার লক্ষ্য আইপিএলে সাফল্যের পথে ফিরতে নতুন পরিকল্পনা ও নতুন কোচিং মস্তিষ্কের সমন্বয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleSIR এর প্রথম পর্যায়েই মৃত ভোটারের সংখ্যায় চাঞ্চল্য
Next articleধীরজ সিংয়ের যোগদানের কথা ঘোষণা দিল ডায়মন্ড হারবার
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।