
আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেটে এক অপ্রত্যাশিত খবর সামনে এল। মাত্র ৩১ বছর বয়সে সব ধরনের বিসিসিআইয়ের আয়োজিত ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের তারকা লেগ স্পিনার কেসি কারিয়াপ্পা (KC Kariyappa)। একসময় যাঁকে ঘিরে আইপিএলের মঞ্চে তৈরি হয়েছিল প্রবল চর্চা, সেই কারিয়াপ্পার হঠাৎ অবসর অনেক ক্রিকেটপ্রেমীকেই চমকে দিয়েছে।
দুদিন ফাঁকা মাঠে হবে WPL, কারণ শুনলে চমকে উঠবেন?
ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় অবসরের কথা ঘোষণা করেছেন কর্নাটকের এই স্পিনার। তিনি লিখেছেন, “সেই গলি থেকে যাত্রা শুরু হয়েছিল, যেখানে স্বপ্ন দেখতাম… সেখান থেকে স্টেডিয়ামের আলো, গায়ে দেশের গর্বের জার্সি। আমি এমন সব স্বপ্ন পূরণ করেছি, যা কোনওদিন কল্পনাও করিনি। আজ আনুষ্ঠানিকভাবে BCCI ক্রিকেটকে বিদায় জানালাম।”
বিদেশি লিগ খেলার লক্ষ্যেই অবসর?
ক্রিকেট মহলের একাংশের মতে, দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পথ খুলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন কারিয়াপ্পা। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, অবসর গ্রহণের পরই কোনও ভারতীয় ক্রিকেটার বিদেশি লিগে অংশ নিতে পারেন। ফলে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতেই এই সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স
ঘরোয়া ক্রিকেটে মিজোরামের হয়ে খেলেছেন কেসি কারিয়াপ্পা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৭৫টি উইকেট। পাশাপাশি ২০টি লিস্ট ‘এ’ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে শিকার করেছেন ৫৮ উইকেট। গত বছর ডিসেম্বর মাসে তিনি মিজোরামের হয়ে বিজয় হাজারে ট্রফিতেও অংশ নিয়েছিলেন।
মেসি কাণ্ডের পর কলকাতায় ‘হোম ম্যাচ’ তিন প্রধান সঙ্গে এই দলের
আইপিএলে স্বল্প সুযোগ, তবু আলোচনার কেন্দ্রবিন্দু
আইপিএল কেরিয়ারে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও, কেসি কারিয়াপ্পার নাম বারবার উঠে এসেছে শিরোনামে। ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ২.৪ কোটি টাকায় দলে নেওয়ার পরই তিনি আলোচনায় আসেন। কর্নাটক প্রিমিয়ার লিগে অল্প কয়েকটি ম্যাচ খেলেই এই সুযোগ পেয়েছিলেন তিনি।
কেকেআরের হয়ে অভিষেক ম্যাচেই কিংবদন্তি এবি ডি’ভিলিয়ার্সকে আউট করে চমক দিয়েছিলেন কারিয়াপ্পা। তবে সেই মরশুমে মাত্র একটি ম্যাচ খেলেই তাঁকে বসিয়ে দেওয়া হয়। পরে ২০১৬ ও ২০১৭ মরশুমে পঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব) হয়ে খেলেন তিনি। পঞ্জাবের জার্সিতে ৯ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৭টি উইকেট। ২০১৯ সালে ফের KKR প্রত্যাবর্তন হলেও সেবারও মাত্র একটি ম্যাচেই সুযোগ পান।
অপূর্ণতা নিয়েই বিদায়
প্রতিভা থাকা সত্ত্বেও ধারাবাহিক সুযোগের অভাবে আইপিএলে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি কেসি কারিয়াপ্পা। তবুও তাঁর স্পিন ভ্যারিয়েশন ও সাহসী বোলিং ক্রিকেটবিশ্বের নজর কেড়েছিল। মাত্র ৩১ বছর বয়সে তাঁর অবসর ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি ঘটাল বলেই মনে করছেন অনেকে।










