HomeSports Newsরুতুরাজ নয় ধোনির পরিকল্পনায় এই তারকাকেই অধিনায়কের দায়িত্ব দিতে চলেছে চেন্নাই

রুতুরাজ নয় ধোনির পরিকল্পনায় এই তারকাকেই অধিনায়কের দায়িত্ব দিতে চলেছে চেন্নাই

- Advertisement -

গত মরশুমেই চেন্নাই সুপার কিংস (CSK) দলের অধিনায়কত্বে দেখা গিয়েছিল ‘বড়’ পরিবর্তন। ইয়োলো আর্মির অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে তরুণ তারকা রুতুরাজ গায়কোয়াড় এর হাতেই দায়িত্ব তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে রুতুরাজ দায়িত্ব পেলেও তাঁর অধীনে চেন্নাই আইপিএল ২০২৪ মরশুমে প্লে-অফে পৌঁছাতে পারেনি। এই পরিস্থিতিতে, চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৫-এর জন্য অধিনায়কত্বে আবারও পরিবর্তনের কথা ভাবছে (IPL 2025 CSK Captaincy)।

গুরুত্বপূর্ণ ভাবে, আজ আর কিছু সময়ের মধ্যেই সব আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের রিটেন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করবে। তবে এর আগে থেকেই অনেক দলের ভবিষ্যৎ পরিকল্পনার আভাস পাওয়া গেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রায় নিশ্চিত হয়ে গেছে যে দিল্লি ক্যাপিটালস দল তাদের অধিনায়ক ঋষভ পন্থকে রিটেন করবে না। বেশ কিছু প্রথমসারির সংবাদমাধ্যমে বলা হয়েছে যে, চেন্নাই দল পন্থকে আইপিএল ২০২৫-এ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে।

   

তবে বিষয়টির নেপথ্যে শুধু যে চেন্নাই ম্যানেজমেন্টের হাত রয়েছে এমনটা নয়। এমএস ধোনি নিজে থেকেই পন্থকে দলে নেওয়ার কৌশল তৈরি করছেন। এবং এই বিষয়টি থেকেই স্পষ্ট ধারণা করা যাচ্ছে যে পন্থ চেন্নাইতে এলে তাঁকে অধিনায়ক হিসেবে আইপিএল ২০২৫-এ দেখা যেতে পারে (IPL 2025 CSK Captaincy)। পন্থ আইপিএলে অধিনায়কত্বের ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্ব করেছেন। যদিও এই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে চেন্নাই দলে পন্থের অন্তর্ভুক্তি নিয়ে সকলের মধ্যে কৌতূহল বেড়েছে।

কিংবদন্তি এই খেলোয়াড়কে রাখছে না আরসিবি! নিলামের আগেই প্রকাশ্যে ‘চমকপ্রদ’তথ্য

প্রসঙ্গত উল্লেখ্য যে আইপিএলের মঞ্চই বিশ্বজোড়া খ্যাতি দিয়েছিল উত্তরপ্রদেশের এই উইকেটকিপার-ব্যাটারকে। ঋষভ পন্থ আইপিএলে ২০১৬ সালে আত্মপ্রকাশ করেন এবং এখনও পর্যন্ত শুধু দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। এখন পর্যন্ত ১১১টি আইপিএল ম্যাচে অংশ নিয়ে তিনি ৩৫.৩১ গড় এবং ১৪৮.৯৩ স্ট্রাইক রেটে ৩২৮৪ রান করেছেন। তাঁর সংগ্রহে রয়েছে ১টি শতক ও ১৮টি অর্ধশতক।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular