IPL 2025: RCB বিপক্ষে আবহাওয়া ‘বিরাট’ বাধা নাইটদের!

২২ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর (IPL 2025) উদ্বোধনী ম্যাচ ক্রিকেটের ননন্দকাননে। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল…

KKR vs RCB in IPL 2025

২২ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর (IPL 2025) উদ্বোধনী ম্যাচ ক্রিকেটের ননন্দকাননে। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর ট্রফি ধরে রাখতে মরিয়া।তবে প্রস্তুতি ম্যাচে বাধা ও আসন্ন আবহাওয়ার পূর্বাভাস (Weather Report) টিমের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে।

কেকেআর শহরে পৌঁছে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি চালাচ্ছে। প্রথম প্রস্তুতি ম্যাচে নতুন নাইট লুভনিথ সিসোদিয়া ও অভিজ্ঞ কুইন্টন ডি’কক নজর কেড়েছেন। রাহানে ও ভেঙ্কটেশ আইয়ারের নেতৃত্বে গড়া দুটি দলে রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেলও পুরনো ছন্দে ফিরেছেন। তরুণ পেসার বৈভব অরোরার বোলিংও ছিল দুর্দান্ত। কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রাহানে ও মণীশ পান্ডের নেতৃত্বে দল গড়া হলেও বৃষ্টির কারণে খেলা মাঝপথে থামতে হয়।

আবহাওয়ার এই খামখেয়ালিপনা কেকেআর শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। ম্যাচ প্র্যাক্টিসের মাধ্যমে খেলোয়াড়রা পরিস্থিতি অনুযায়ী নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু বৃষ্টি সে পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। রবিবাররাতে দলে যোগ দিয়েছেন বিদেশি পেসার স্পেন্সর জনসন। তিনি পরবর্তী সেশনে প্র্যাক্টিস শুরু করতে পারেন। কেকেআর জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ইডেনে প্র্যাক্টিস হবে, তবে আবহাওয়ার অনিশ্চয়তা রয়েই গেছে।

Advertisements

এদিকে, আইপিএলের উদ্বোধনী ম্যাচ ও অনুষ্ঠান নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। শনিবার সুনীল নারাইন বনাম বিরাট কোহলির লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। টিকিটের হাহাকার শুরু হয়ে গেছে। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস সুখকর নয়। বুধবার থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এতে শনিবার সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচে বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। সোমবার সকালে হালকা বৃষ্টির পর দিনভর দাবদাহের পরিস্থিতি ছিল। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, শনিবার পর্যন্ত আবহাওয়ার এই অনিশ্চয়তা ক্রিকেটপ্রেমীদের উদ্বেগ বাড়াচ্ছে। নাইটদের প্রস্তুতি ও আইপিএলের গ্র্যান্ড ওপেনিং—দুটোতেই প্রকৃতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।