IPL 2025: RCB বিপক্ষে আবহাওয়া ‘বিরাট’ বাধা নাইটদের!

KKR vs RCB in IPL 2025

২২ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর (IPL 2025) উদ্বোধনী ম্যাচ ক্রিকেটের ননন্দকাননে। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর ট্রফি ধরে রাখতে মরিয়া।তবে প্রস্তুতি ম্যাচে বাধা ও আসন্ন আবহাওয়ার পূর্বাভাস (Weather Report) টিমের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে।

কেকেআর শহরে পৌঁছে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি চালাচ্ছে। প্রথম প্রস্তুতি ম্যাচে নতুন নাইট লুভনিথ সিসোদিয়া ও অভিজ্ঞ কুইন্টন ডি’কক নজর কেড়েছেন। রাহানে ও ভেঙ্কটেশ আইয়ারের নেতৃত্বে গড়া দুটি দলে রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেলও পুরনো ছন্দে ফিরেছেন। তরুণ পেসার বৈভব অরোরার বোলিংও ছিল দুর্দান্ত। কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রাহানে ও মণীশ পান্ডের নেতৃত্বে দল গড়া হলেও বৃষ্টির কারণে খেলা মাঝপথে থামতে হয়।

   

আবহাওয়ার এই খামখেয়ালিপনা কেকেআর শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। ম্যাচ প্র্যাক্টিসের মাধ্যমে খেলোয়াড়রা পরিস্থিতি অনুযায়ী নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু বৃষ্টি সে পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। রবিবাররাতে দলে যোগ দিয়েছেন বিদেশি পেসার স্পেন্সর জনসন। তিনি পরবর্তী সেশনে প্র্যাক্টিস শুরু করতে পারেন। কেকেআর জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ইডেনে প্র্যাক্টিস হবে, তবে আবহাওয়ার অনিশ্চয়তা রয়েই গেছে।

এদিকে, আইপিএলের উদ্বোধনী ম্যাচ ও অনুষ্ঠান নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। শনিবার সুনীল নারাইন বনাম বিরাট কোহলির লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। টিকিটের হাহাকার শুরু হয়ে গেছে। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস সুখকর নয়। বুধবার থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এতে শনিবার সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচে বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। সোমবার সকালে হালকা বৃষ্টির পর দিনভর দাবদাহের পরিস্থিতি ছিল। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, শনিবার পর্যন্ত আবহাওয়ার এই অনিশ্চয়তা ক্রিকেটপ্রেমীদের উদ্বেগ বাড়াচ্ছে। নাইটদের প্রস্তুতি ও আইপিএলের গ্র্যান্ড ওপেনিং—দুটোতেই প্রকৃতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleনাগপুরে ভয়াবহ ধর্মীয় দাঙ্গায় রাজনীতির রং
Next articleKhalid Jamil: খালিদ জামিলের নিঃশব্দ বিপ্লব দিশা দেখাবে ভারতীয় ফুটবলকে!
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।