কামব্যাক শব্দটিতে নতুন মাত্রা যোগ করেছেন তিনি। সম্প্রতি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পুনেতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। প্রায় চার বছর লাল বলের ক্রিকেটে ফিরে এসে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়াও ব্যাট হাতেও কিছুটা হলেও স্কোরবোর্ডকে সচল রাখার কাজ করেছেন ওয়াশিংটন। আর এই অবিস্মরণীয় পারফরম্যান্সের ফলে সুন্দরকে আইপিএল ২০২৫ মেগা নিলামে মোটা অঙ্কে কেনার জন্য তিনটি ফ্র্যাঞ্চাইজি প্রস্তুত রয়েছে। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স এই প্রতিভাবান অলরাউন্ডারের জন্য বড় মূল্য দিতে আগ্রহী (Washington Sundar IPL 2025)।
পুনে টেস্টে সুন্দর দুই ইনিংসে মোট ১১টি উইকেট শিকার করেছেন এবং চলতি ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ব্যাটিংয়েও সুন্দর প্রথম ইনিংসে অপরাজিত ১৮ রান এবং দ্বিতীয় ইনিংসে ২১ রান করেছেন। স্বভাবতই এই পারফর্মেন্সের ফলে আইপিএল নিলামে তার জন্য বড় অঙ্কের বিড প্রত্যাশিত।
হোয়াইটওয়াশ থেকে বাঁচতে ওয়াংখেড়ে পিচ নিয়ে ‘চতুর পরিকল্পনা’ ভারতের
‘টাইমস অফ ইন্ডিয়া’ সূত্রে জানা গেছে, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স ওয়াশিংটন সুন্দরকে কেনার জন্য আগ্রহী। সুন্দর বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোয়াডে থাকলেও, রিটেন লিস্টে সম্ভবত থাকবেন না। তবে হায়দ্রাবাদ দল আরটিএম কার্ড ব্যবহার করতে পারে সুন্দরকে দলে ধরে রাখার জন্য।
CSK, MI, and GT eye Washington Sundar for IPL 2025! pic.twitter.com/4JAwx502DS
— GBB Cricket (@gbb_cricket) October 29, 2024
এছাড়াও এককালে চেন্নাইয়ের হয়ে খেলা এই অলরাউন্ডারকে কিনতে আগ্রহী মহেন্দ্র সিং ধোনির ফ্র্যাঞ্চাইজি। শোনা যাচ্ছে ধোনি এ বিষয়ে চেন্নাই কর্মকর্তাদের সাথে বৈঠকও করেছেন। এছাড়াও মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজি মুম্বাইও একজন স্পিনার অলরাউন্ডার হিসবে দলে টানতে চায় সুন্দরকে। সেক্ষত্রে হার্দিকের পাশাপাশি আরও একটি অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে রাখতে পারবেন তাঁরা।
নিলামে রাসেলকে রাখছে না কেকেআর ? ‘বড়’ সিদ্ধান্ত নিলেন কর্মকর্তারা
প্রসঙ্গত উল্লেখ্য যে ওয়াশিংটন সুন্দর আইপিএলে এখন পর্যন্ত ৬০টি ম্যাচ খেলেছেন। এতে তিনি ৩৭৮ রান সংগ্রহের পাশাপাশি ৩৭টি উইকেট নিয়েছেন। আইপিএল ২০২৪-এ তাকে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়েছিল। ২০২০ সালে তিনি মোট ১৫টি ম্যাচ খেলেন এবং ৮টি উইকেট সংগ্রহ করার পাশাপাশি ১১১ রান করেন। এখন দেখা যাক আগামী আইপিএল সিজনে কোন দলের জার্সি গায়ে চড়ান ওয়াশিংটন সুন্দর (Washington Sundar IPL 2025)।