ধোনির দলের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ,ভাইরাল ভিডিওতে তোলপাড়

আইপিএল ২০২৫ (IPL 2025)-এর তৃতীয় ম্যাচে রবিবার চেন্নাই সুপার কিংস মুম্বই ইন্ডিয়ান্সকে (CSK vs MI) ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে। ম্যাচে সিএসকে-র পেসার খলিল…

ipl-2025-khaleel-ahmed-ruturaj-gaikwad-secret-exchange-csk-mi-ball-tampering-viral-video

আইপিএল ২০২৫ (IPL 2025)-এর তৃতীয় ম্যাচে রবিবার চেন্নাই সুপার কিংস মুম্বই ইন্ডিয়ান্সকে (CSK vs MI) ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে। ম্যাচে সিএসকে-র পেসার খলিল আহমেদ (Khaleel Ahmed) ৩ উইকেট নিয়ে মুম্বইকে চাপে ফেলেন। এর মধ্যে একটি উইকেট ছিল রোহিত শর্মার। তবে জয়ের আনন্দের মধ্যে একটি ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এতে খলিল (Khaleel Ahmed) ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad)বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। এমনকি অনেকে সিএসকে-কে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। 

   

ভাইরাল ভিডিওতে দেখা গেছে খলিল (Khaleel Ahmed) বোলিং থামিয়ে ঋতুরাজের (Ruturaj Gaikwad) সঙ্গে কথা বলছেন। এ সময় তিনি পকেট থেকে কিছু বের করে ঋতুরাজের হাতে দেন। ঋতুরাজ তা দ্রুত পকেটে রেখে দেন। জিনিসটি এত ছোট ছিল যে, তা কী ছিল তা স্পষ্ট নয়। তবে সমর্থকরা এটিকে বল টেম্পারিংয়ের প্রমাণ হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন, “এটা স্পষ্ট টেম্পারিং। সিএসকে-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।” অন্যরা মনে করেন, এটি হয়তো কোনো নিরীহ বস্তু, যেমন আংটি। 

Advertisements

বিতর্কের কেন্দ্রে থাকা খলিলের পারফরম্যান্স ম্যাচে চেন্নাই সুপার কিংসের জয়ের অন্যতম কারণ। তিনি পাওয়ারপ্লেতে ২ উইকেট নিয়ে মুম্বইয়ের শুরুতে ধাক্কা দেন। তার গতি ও সঠিক লাইন-লেংথ চিপকের ধীরগতির পিচে কার্যকর হয়। অন্যদিকে, স্পিনাররা—নূর আহমেদ (২-২৩) এবং রবিচন্দ্রন অশ্বিন (১-২৮)—মাঝের ওভারে মুম্বইকে চাপে রাখেন। মুম্বইয়ের ব্যাটিংয়ে শুধু সূর্যকুমার এবং রোহিত শর্মা (২৮) কিছুটা প্রতিরোধ গড়েন, কিন্তু ১৫৫ রানই তাদের সর্বোচ্চ স্কোর হয়। 

জোফ্রা আর্চারকে ‘কালো ট্যাক্সি’ বলে বির্তকের মুখে ভাজ্জি

ক্রিকেটে বল টেম্পারিং গুরুতর অপরাধ। এমসিসি আইন ৪২.৩ অনুযায়ী, বলের অবস্থা পরিবর্তন করা নিষিদ্ধ। অতীতে ২০১৮ সালে ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারিতে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট দোষী সাব্যস্ত হয়েছিলেন। এই ঘটনা সিএসকে-র জয়ে ছায়া ফেলেছে। খলিলের ৩ উইকেটে মুম্বই ১৫৫-৯-এ থামে। জবাবে ঋতুরাজের ৫৩ ও রাচিন রবীন্দ্রের ৬৫ রানে সিএসকে জয় পায়। তবে এই বিতর্ক নিয়ে আইপিএল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও অপেক্ষমাণ।