নিলামের আগেই ফাঁস গুজরাটের রিটেনশন লিস্ট! রয়েছে পাঁচ চমকপ্রদ নামও

আইপিএল ২০২৫ এর মেগা নিলামের আগে গুজরাট টাইটান্স তাদের রিটেনশন তালিকা তৈরি করতে শুরু করেছে। গত মরশুমে লীগ টেবিলের আট নম্বরে শেষ করা গুজরাট এবার…

IPL 2025: Gujarat Titans Retention List – Shubman Gill, Rashid Khan, Sai Sudarshan Lead with Two Uncapped Players Retained

short-samachar

আইপিএল ২০২৫ এর মেগা নিলামের আগে গুজরাট টাইটান্স তাদের রিটেনশন তালিকা তৈরি করতে শুরু করেছে। গত মরশুমে লীগ টেবিলের আট নম্বরে শেষ করা গুজরাট এবার শুভমান গিল এবং রশিদ খানকে রিটেন করার পরিকল্পনা করেছে। এছাড়াও, শারুখ খানকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কিছু সমর্থকদের ‘অপ্রত্যাশিত’ তারকাদেরও দলে রাখার চিন্তাভাবনা করছে ২০২২ সালের আইপিএল জেতা এই ফ্র্যাঞ্চাইজিটি (Gujarat Titans Retained Players List)।

   

সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্টে আইপিএল সূত্র জানিয়েছে যে, গুজরাট টাইটান্স সম্ভবত গিল, রশিদ, সাই সুদর্শনকে রিটেন করবে, এবং আনক্যাপড হিসেবে রাহুল তেওয়াতিয়া ও শারুখ খানকে ধরে রাখবে। গিলের অধিনায়কত্বে গত মরসুমে দল প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারলেও তিনি ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন। তবে বাংলার দুই তারকা মহাম্মদ শামি এবং ঋদ্ধিমান সাহা সম্পর্কে কোনোরকম আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

শুভমান গিলের পারফরম্যান্স সম্পর্কে বলা যায়, ২০২৩ মরসুমে তিনি ৮৯০ রান সংগ্রহ করে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অপরদিকে, রশিদ খান ২০২৪ মরসুমে ১০ উইকেট পেলেও গত দুই বছরে তার উইকেট সংখ্যা উল্লেখযোগ্য ছিল। তাই এই দুই তারকার বিষয়ে একেবারেই কোনো ঝুঁকি নিতে চাইছে না গুজরাট।

সুদীপ-শুভমের জুটিতেই রঞ্জিতে কেরালার বিরুদ্ধে ড্র করল বাংলা

রিটেনশন পলিসি অনুযায়ী,গুজরাট যদি গিল, রশিদ এবং সাই সুদর্শনকে ধরে রাখে তবে তাদের ৪৩ কোটি টাকা ব্যয় হবে। পাশাপাশি, রাহুল তেওয়াতিয়া এবং শারুখকে রিটেন করতে আরও ৮ কোটি খরচ হবে। অর্থাৎ সর্বমোট ৬৯ কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারে পশ্চিমের এই নতুন গোষ্ঠীটি (Gujarat Titans Retained Players List)। তবে ভারতের স্পিডস্টার মহম্মদ শামিকে না নিলে তাঁর জায়গায় অন্য কোনো পেসারকে দোলে অন্তর্ভুর্ক্তি করতে হবে গুজরাটকে। সেক্ষেত্রে আরও বেশি করে সমস্যায় পড়বে দলটি। তবে শেষমেশ কাকে কাকে ধরে রাখে গুজরাট আসন্ন নিলামে সেটি দেখতেই এখন মুখিয়ে রয়েছেন আইপিএলের সমর্থকবৃন্দরা।