HomeSports Newsমাঠের বাইরে পাঞ্জাবকে টেক্কা বেঙ্গালুরুর! নতুন চ্যাম্পিয়নের খোঁজে আমেদাবাদে মহারণ

মাঠের বাইরে পাঞ্জাবকে টেক্কা বেঙ্গালুরুর! নতুন চ্যাম্পিয়নের খোঁজে আমেদাবাদে মহারণ

- Advertisement -

১৮তম আইপিএল মর সুমের অন্তিম মুহূর্তে এসে দাঁড়িয়েছে ক্রিকেটপ্রেমী ভারত। আইপিএল ২০২৫ (IPL 2025 Final) ফাইনালে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও পাঞ্জাব কিং (PBKS) । দুই দলই এখনও পর্যন্ত কখনও আইপিএল ট্রফি জিততে পারেনি। ফলে ২০২৫-এর ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ ছুঁয়েছে আকাশ। যে দলই জিতবে, ইতিহাস গড়বে নতুন চ্যাম্পিয়ন হিসেবে।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ফাইনালের বিশেষ আকর্ষণ ছিল সমাপ্তি অনুষ্ঠান। আকাশ পরিষ্কার থাকায় অনুষ্ঠানে কোনও সমস্যা হয়নি। স্টেডিয়ামের প্রতিটি আসন যেন জ্বলজ্বল করছিল জাতীয় পতাকার রঙে। হাতে জাতীয় পতাকা নিয়ে হাজির হয়েছিল হাজার হাজার সমর্থক। দুপুর থেকেই দলবদ্ধ হয়ে স্টেডিয়ামের দিকে এগোতে শুরু করেন তারা। বিশেষত বেঙ্গালুরুর সমর্থকেরাই সংখ্যায় টেক্কা দিয়েছে। অর্থাৎ এক কথায় মাঠের বাইরে পাঞ্জাবকে টেক্কা দিয়েছে আরসিবি সমর্থকরা।

   

অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীকে বিশেষ সম্মান জানানো হয়। একাধিক দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। ‘মেরে দেশ কি মিট্টি’, ‘দেশ মেরে দেশ মেরে মেরি জান হ্যায় তু’ গানে গ্যালারি যেন গর্জে উঠেছিল দেশপ্রেমের সুরে। অনুষ্ঠানের শেষে শঙ্কর মহাদেবন মঞ্চে উঠে ‘বন্দেমাতরম’, ‘হাম হ্যায় হিন্দুস্তানি’-সহ একের পর এক গান পরিবেশন করেন। প্রায় ১০টি গান পরিবেশনার মধ্যে দিয়ে চূড়ান্ত রোমাঞ্চে পৌঁছায় সমাপ্তি অনুষ্ঠান।

সমর্থকদের চোখ এবার মাঠের লড়াইয়ে। পাঞ্জাব কিংসের নেতৃত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার, যিনি গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। এ বার প্রীতি জিন্টার পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিকে সেই স্বাদ দিতে পারবেন কি না, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বহু বছরের অপেক্ষার অবসান ঘটবে কি? ২০০৮ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত একবারও শিরোপা ছুঁতে পারেনি তারা। বিরাট কোহলি থাকলেও নেতৃত্বে এ বার রজত পাতিদার। তাঁর অনুপ্রেরণামূলক নেতৃত্বে প্লে-অফে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে উঠেছে আরসিবি।

আইপিএল মানেই চূড়ান্ত নাটকীয়তা, টানটান উত্তেজনা, ক্রিকেট রোমাঞ্চ এবং গ্ল্যামার। তবে এই বছরের ফাইনাল যেন একটু বেশি আবেগঘন। কারণ, দুটি দলেরই ট্রফি না জয়ের দীর্ঘ ইতিহাসের ইতি ঘটার সম্ভাবনা রয়েছে। কার হাতে উঠবে এই মরসুমের সোনার ট্রফি? ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রয়েছেন সেই ঐতিহাসিক মুহূর্তের দিকে।

সংক্ষেপে, আইপিএল ২০২৫-এর ফাইনাল শুধু একটা ম্যাচ নয়, এটা এক আবেগ, এক অপেক্ষার শেষ লগ্ন, এবং এক নতুন চ্যাম্পিয়নের উত্থানের সাক্ষী হয়ে থাকল নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular