IPL 2024 Showdown: ‘ডার্বি’তে ধোনি বনাম কোহলি

MS Dhoni and Virat Kohli Face Off

Advertisements

শুক্রবার ২২ মার্চ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024 Showdown) ২০২৪ এর উদ্বোধনী ম্যাচ।

   

২০০৮ সালে মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন কোহলি। প্রাক্ত অধিনায়কের জন্য শ্রদ্ধাশীল বিরাট।
ধোনির সঙ্গে মাঠ শেয়ার করা ছাড়াও চিপকে ‘আবেগপ্রবণ’ সমর্থকদের সামনে খেলতে পেরে উচ্ছ্বসিত ৩৫ বছর বয়সী কোহলি।

উদ্বোধনী ম্যাচের আগে আরসিবি বোল্ড ডায়েরিজকে কোহলি বলেছেন, ‘চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা অবশ্যই একটি বিশেষ উপলক্ষ, বড় ম্যাচ এবং দক্ষিণী ডার্বি যাকে বলা হয়।

আবেগপ্রবণ চেন্নাইয়ের সমর্থকদের সামনে খেলতে পেরে ভালো লাগছে। আর এমএসের সঙ্গে আড্ডা দিতে পেরে ভালো লাগছে, বেশ কিছুদিন হয়ে গেল।

২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে ধোনির কাছ থেকে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন কোহলি। এরপর ২০১৭ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও কোহলির হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন ধোনি। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি।

Advertisements

আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচের আগেই সুপার কিংসের অধিনায়কের পদ থেকে ইস্তফা দেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার পাঁচবারের চ্যাম্পিয়নদের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় রুতুরাজ গায়কোয়াড়কে।

সিএসকে এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএল ২০২৪ শুরুর আগে এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব রুতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দিয়েছেন।

রুতুরাজ ২০১৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ। এই সময়ের মধ্যে আইপিএলে ৫২ টি ম্যাচ খেলেছেন। পাঁচবার আইপিএল জেতার পাশাপাশি সুপার কিংসকে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেতাবও এনে দিয়েছেন ধোনি। ক্রিকেট প্রেমীদের একাংশের কাছে আজকের ম্যাচ ধোনি বনাম কোহলির।