জেতা ম্যাচ মাঠেই রেখে এল পাঞ্জাব কিংস (Punjab Kings)। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিপাকে পড়েও চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) প্রথম জয় অর্জন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। শেষ রাতে ওস্তাদ সেই দীনেশ কার্তিক।
চিন্নাস্বামী স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের মানের নিরিখে দুই দলই এদিন ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে এদিনের ম্যাচ থেকে পুরো পয়েন্ট লাভ করতে পারতো পাঞ্জাব কিংস।
প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস স্কোরবোর্ডে তুলেছিল ১৭৬/৬। অভিজ্ঞ শিখর ধাওয়ার ক্রিজের একটা দিক ধরে রাখলেও অপর প্রান্তে ক্রমাগত উইকেট হারিয়েছে পাঞ্জাব। দলগত একশো রান হওয়ার আগে চার উইকেট তুলে নিয়েছিল রয়্যাল। শিখর আউট হয়েছেন দলগত ৯৮ ও ব্যক্তিগত ৪৫ রানে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ দিন বাইরে থাকা শিখর কাজে লাগিয়েছেন দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে।
শিখর ছাড়া দলের আর কেউই বড় রান করতে পারেননি। কিংসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার জিতেশ শর্মা, ২৭ রান। আরসিবির হয়ে এদিনের সবথেকে সফল বোলার মহম্মদ সিরাজ। চার ওভার বল করে নিয়েছেন দুই উইকেট, ইকোনমি রেট ছয়ের কিছু বেশি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নেমে ফর্মে ছিলেন বিরাট কোহলি। ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন। বিরাটের পর টপ ও মিডল অর্ডারের আর কোনো ক্রিকেটার বড় রান করতে পারেননি। লোয়ার মিডল অর্ডারে ম্যাচের মোড় ঘুরিয়েছেন দীনেশ কার্তিক (১০ বলে অপরাজিত ২৮ রান), মহিপাল লোমরোর (৮ বলে ১৭ রান)। চার বল ও চার উইকেট বাকি থাকতে ম্যাচ জিততে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যর্থতার দায় পাঞ্জাব কিংসের বোলারদেরও নিতে হবে অবশ্যই।