আইপিএল ২০২৪-এর (IPL 2024: ) পঞ্চম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে পরাজিত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৬৯ রানের সহজ টার্গেটও পূরণ করতে না পেরে ম্যাচ হেরে যায় মুম্বাইয়ের দলটি। এই পরাজয়ের পর ক্লাবের বহু ভক্ত হার্দিককে ট্রল করছেন। এর জন্য হার্দিককে দায়ী করা হচ্ছে। ম্যাচের মাঝপথে এমন অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে দেখা যাচ্ছে রোহিত শর্মাকে উপেক্ষা করছেন হার্দিক পান্ডিয়া।
মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ হারের পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিত শর্মা গুজরাট টাইটান্সের খেলোয়াড়ের সঙ্গে কথা বলছেন, তখন হার্দিক পান্ডিয়া পিছন থেকে গিয়ে রোহিতকে জড়িয়ে ধরেন। এরপর রোহিত পান্ডিয়াকে বিরক্তির সঙ্গে কিছু বলতে থাকেন। রোহিত শর্মা পান্ডিয়ার সঙ্গে কী কথা বলছেন সেটা অবশ্য জানা যায়নি। কিন্তু রোহিত যেভাবে হার্দিককে তিরস্কার করছিলেন, তাতে স্পষ্ট যে নিজের ভুলের জন্য বকুনি খাচ্ছেন পান্ডিয়া। অনেক সময় দেখা গেছে রোহিত শর্মা পান্ডিয়াকে কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু পান্ডিয়া হয়তো সেই কথা শোনেননি।
#HardikPandya #MIvsGT
Mumbai Indians is now a broken side 💀
Well captained Ashish Nehra 🤌
Well bowled Umesh yadav 🔥 pic.twitter.com/Pksxy85HOI— DINU X (@Unlucky_Hu) March 25, 2024
একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে পান্ডিয়া যখন বল করছিলেন, তখন জসপ্রীত বুমরাহ এবং রোহিত শর্মা তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু অধিনায়ক বোধহয় কারও কথা শোনেননি এবং উভয় অভিজ্ঞদের উপেক্ষা করে এগিয়ে যান। এ ছাড়া অধিনায়কত্বে অনেক ভুল করেছেন হার্দিক। নিজের আগে টিম ডেভিডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। পান্ডিয়া চাইলে রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্বের পরামর্শ নিতে পারতেন, কিন্তু রোহিতের কথায় কান দিচ্ছিলেন না বলেই এখন মনে করা হচ্ছে।