বাড়ি ফিরে গেলেন KKR-এর বিদেশি ওপেনার

বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএল ২০২৪-এর (IPL 2024) মাঝেই দলের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ নিজের দেশে অর্থাৎ আফগানিস্তানে ফিরে গিয়েছেন।     মিডিয়া রিপোর্ট…

KKR Rahmanullah Gurbaz

short-samachar

বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএল ২০২৪-এর (IPL 2024) মাঝেই দলের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ নিজের দেশে অর্থাৎ আফগানিস্তানে ফিরে গিয়েছেন।

   

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুরবাজের মা অসুস্থ। তাই বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গুরবাজ। আগামী সপ্তাহেই ভারতে ফিরে আসতে পারেন তিনি। গুরবাজ না থাকাকালীন কলকাতা নাইট রাইডার্সকে টুর্নামেন্টে দু’টি ম্যাচ খেলতে হবে, একটি মুম্বাই ইন্ডিয়ান্স এবং অপরটি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

গুরবাজ না থাকলেও দলের প্লেয়িং ইলেভেনে খুব একটা প্রভাব হয়তো পড়বে না। সুনীল নারিন এবং ফিল সল্ট এখনও পর্যন্ত আইপিএল ২০২৪-এ কেকেআরের হয়ে ওপেন করেছেন। ওপেনিংয়ে এই জুটি অত্যন্ত সফল প্রমাণিত হয়েছে। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ চলতি আইপিএল-এ কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

এখনও পর্যন্ত আইপিএল কেরিয়ারে ১১টি ম্যাচ খেলে ১৩৩ স্ট্রাইক রেটে ২২৭ রান করেছেন এই আফগান ক্রিকেটার। গুরবাজ গত মরসুমে আইপিএলে অভিষেক করেছিলেন এবং কেকেআরের হয়ে ধারাবাহিকভাবে ওপেন করছিলেন। তবে এই মরসুমে তিনি সুযোগ পাননি। গুরবাজ ১৬৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৩,৯৮৫ রান করেছেন। ২টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে এই ফরম্যাটে।